সমোষ্ণ রেখা কি ?
➡️ ভূপৃষ্ঠে যে সকল স্থানের গড় উষ্ণতা প্রায় একই রকম হয় সেই সকল সম মান যুক্ত স্থান গুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমোষ্ণ রেখা বলে।
বৈশিষ্ট্য:- প্রধানত জানুয়ারি জুলাই মাসে সমাক্ষরেখা কে মানচিত্রে প্রদর্শন করা হয়
¡¡} সমাক্ষরেখা সমান্তরালে অবস্থান করে
¡¡¡} রেখা গুলি পূর্ব-পশ্চিমে বিস্তৃত থাকে
¡v) সমাক্ষরেখা গুলি স্থলভাগের পরস্পরের কাছাকাছি ও জল ভাগে একে অপরের থেকে দূরে অবস্থান করে
V) এটা কখনোই পরস্পরকে ছেদ করে না
Vi) স্থলভাগ ও জলভাগের সংযোগস্থলে বেঁকে অবস্থান করে।