পদার্থ কাকে বলে ? পদার্থ ও বস্তু কি এক ?

1. পদার্থ কাকে বলে ? পদার্থ ও বস্তু কি এক ?

পদার্থ : যা ইন্দিয়াগ্রাহ্য, যার ভর বর্তমান, যা কিছুটা স্থান দখল করে এবং যার যার ধর্ম আছে তাকে পদার্থ বলে ।

উদাহরণ :
জল, বায়ু, ইট, পাথর, কাঠ, লোহা, তামা প্রকৃতি পদার্থ ।

পদার্থ ও বস্তু : বস্তু হল নির্দিষ্ট আকারবিশিষ্ট এক বা একাধিক পদার্থের সমন্বয় । অর্থাৎ বস্তুমাত্রোই কোনো-না-কোনো পদার্থ দিয়ে তৈরি। সুতরাং বস্তু এবং পদার্থ এক নয় ।

উদাহরণ : কাঠ থেকে চেয়ার, টেবিল তৈরি হয় । অর্থাৎ, চেয়ার, টেবিল হল বস্তু এবং তার উপাদান কাঠ হল পদার্থ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page