যক্ষ্মা রােগের লক্ষণগুলি লেখাে ।
উত্তর : যক্ষ্মা রােগ হলে প্রথম প্রথম বিকেলের দিকে জ্বর আসে , রাতে ঘাম ও শ্বাসকষ্ট হয় । ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে । কিছুদিন পর থেকে খাওয়ার অরুচি দেখা দেয় এবং বুকে ব্যথা হয় । অসুখ বাড়লে কাশির সাথে কাঁচা রক্ত ওঠে এবং ওজন ক্রমশ কমতে থাকে ।