মায়াদ্বীপ – সুনীল গঙ্গোপাধ্যায়

মায়াদ্বীপ
সুনীল গঙ্গোপাধ্যায়


💠 লে খ ক প রি চি তি 💠

সুনীল গঙ্গোপাধ্যায় ১৯৩৪ খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন | অজস্র কবিতা , গল্প , উপন্যাসের রচয়িতা সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কয়েকটি সংকলন / রচনাগ্রন্থ হল — কাকাবাবু সমগ্র , কিশাের অমনিবাস , গড় বন্দীপুরের কাহিনি , সপ্তম অভিযান , আমাদের ছােটো নদী প্রভৃতি । ২০১২ সালে এই বিখ্যাত সাহিত্যিকের মৃত্যু হয় ।


💠 সা র ম র্ম 💠

নদীপথে নৌকোয় চড়ে লেখক তার ছেলেবেলায় মামার বাড়ি যেতেন । লেখকের মামাবাড়ি যে অঞ্চলে , সেই জায়গাটি প্রায়শই জলে ডুবে থাকত । তাই বিভিন্ন আকারের নৌকোই ছিল যােগাযােগের অন্যতম মাধ্যম ।

তিনি যে নৌকো করে যাচ্ছিলেন তার হেডমাঝির নাম নাদের আলি | লেখকের সঙ্গে তাঁর মা এবং ছােটোকাকাও ছিলেন l প্রথমে একটি ছােটো নদী দিয়ে নৌকো ভেসে চলত । তারপর তা গিয়ে পড়ত বাতাসি নামের বড়াে নদীতে ।

বাতাসি গিয়ে মিশেছে আরও বড়াে নদী
পিংলাতে । কতক্ষণে পিংলা আসবে তার জন্য লেখক অপেক্ষা করে থাকতেন । এই নদীতে লেখক শুশুক দেখতেন এবং অন্যদের সঙ্গে শুশুক গােনার খেলায় মেতে উঠতেন ।

পিংলা বেয়ে এক ঘণ্টা যাওয়ার পর মায়াদ্বীপ দেখতে পাওয়া যেত । লােকজনের বিশ্বাস , দ্বীপটি মাঝেমধ্যেই অদৃশ্য হয়ে যায় । নাদের আলি জানায় , নির্জন অঞ্চলটি নদীর জল বাড়লে তার তলায় চলে যায় । কিন্তু তবুও দ্বীপের ঝােপঝাড় , গাছপালা বেঁচে থাকে । দ্বীপ পুনরায় জেগে উঠলে সেগুলি ফের যথাস্থানে দেখা যায় ।

সেবারে লেখক মায়াদ্বীপে মানুষ দেখতে পান ৷ নাদের আলি জানান যে সে যেমন তেমন মানুষ নয় ; সে মারমেড বা জলকন্যা l বাড়ি ফিরে রাঙামাসিকে তিনি গােটা দৃশ্যটি খুলে বলেন । স্বাভাবিকভাবেই উপস্থিত কেউই সে কথা বিশ্বাস করেননি । এমনকি যে ছােটোকাকা নৌকোয় থাকাকালীন লেখকের কোথায় সায় দিয়েছিলেন, তিনি পর্যন্ত তখন অস্বীকার করেন l

যদিও লেখকের বিচার ছিল তিনি খোলা চোখে সত্যি জলকন্যা দেখেছেন l


💠 শ ব্দা র্থ 💠

• নিজস্ব : নিজের
• প্রতীক্ষা : অপেক্ষা
• অদৃশ্য : যা / যাকে দেখা যায় না
• দ্বীপ : নদী বা সমুদ্রের জল দিয়ে ঘেরা স্থলভূমি • গুল : মিথ্যে কথা
• শুশুক / ডলফিন : স্তন্যপায়ী জন্তু – বিশেষ , এরা সাধারণত সমুদ্রে বসবাস করে ।
• মারমেড : জলকন্যা


বি প রী ত শ ব্দ

• ভালাে : মন্দ
• আরামের : কষ্টের
• অনেক : সামান্য
• ছােটো : বড়াে
• আগ্রহে : অনাগ্রহে
• নীচে : ওপরে ।
• অদৃশ্য : দৃশ্য


প্রশ্নঃ সুনীল গঙ্গোপাধ্যায় সৃষ্ট কাকাবাবু চরিত্রটির আসল নাম কী ?

উত্তর : সুনীল গঙ্গোপাধ্যায় সৃষ্ট কাকাবাবু চরিত্রটির আসল নাম রাজা রায়চৌধুরী ।

প্রশ্নঃ পাঠ্য রচনাটি তাঁর কোথায় থেকে নেওয়া হয়েছে ?


উত্তর : পাঠ্য রচনাটি তার লেখা “বড়ােরা যখন ছােটো ছিল” গ্রন্থ থেকে নেওয়া ।

Related posts:

পদার্থ কাকে বলে ? পদার্থ ও বস্তু কি এক ?
প্রশ্ন : মূল্যায়ন কাকে বলে ? মূল্যায়ন কয় প্রকার ও কী কী ? যে - কোনো একপ্রকার মূল্যায়নের বিবরণ দি...
একক পাঠ পরিকল্পনা কাকে বলে ? পাঠ পরিকল্পনার প্রয়োজনীয়তা লিখুন । এর সুবিধা লিখুন ।
শিক্ষা পরিকল্পনা কাকে বলে ? শিক্ষা পরিকল্পনার শ্রেণিবিভাগ করুন । যেকোনো একপ্রকার পরিকল্পনার বিবরণ দি...
ধারণা মানচিত্র কাকে বলে ? এর বৈশিষ্ট্য লিখুন । বাস্তবায়নের উপায় লিখুন । এর গুরুত্ব লিখুন ।
পাঠ একক বিশ্লেষণ কাকে বলে ? পাঠ একক বিশ্লেষণের স্তর বা ধাপগুলি লিখুন
অন্তর্ভুক্তিকরণে ( সমন্বিত শিখনে ) প্রদর্শিত শিল্পকলার কীভাবে প্রয়োগ করবেন
প্রদর্শিত শিল্পকলার লক্ষ্য , বৈশিষ্ট্য , গুরুত্ব ও বাস্তবায়নের কৌশল
প্রাথমিক স্তরে পাঠদানের ক্ষেত্রে নাটকের ব্যবহার
মূল্যবোধ শিক্ষায় বিদ্যালয় ও শিক্ষকের ভূমিকা
মূল্যবোধ || মূল্যবোধের বৈশিষ্ট্য || প্রাথমিক স্তরে মূল্যবোধের শিক্ষার গুরুত্ব
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ভূমিকা
সমন্বয়িত শিক্ষণে তথ্যপ্রযুক্তি ব্যবহারের সমস্যা ও সাফল্য
পাঠক্রম পরিব্যাপ্ত শিক্ষণবিজ্ঞানে তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ব্যবহার
পাঠক্রম পরিব্যাপ্ত শিক্ষণবিজ্ঞানে তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ব্যবহার
উদাহরণসহ প্রকল্প পদ্ধতির বিবরণ
পূর্বসূত্রজনিত শিখন ( Contextualization ) কাকে বলে ?
জ্ঞান , পাঠক্রম , পাঠ্যবই , শিক্ষার্থী ও শিক্ষণবিজ্ঞানের মধ্যের সম্পর্ক
অনুসন্ধান পদ্ধতি
জ্ঞান নির্মাণ কীভাবে হয় উদাহরণসহ আলোচনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page