“■ হাতের লেখা অনুশীলনের উদ্দেশ্য :
আমরা জানি , ভাষার মাধ্যমে আমাদের পরস্পরের মধ্যে ভাবের আদানপ্রদান সম্ভব । এই আদানপ্রদান দু – ভাবে হতে পারে —
( ১ ) কথাবার্তার মাধ্যমে ও
( ২ ) লেখার মাধ্যমে ।
তাই আমাদের ভাষার লিখিত রুপ অভ্যাস করা জরুরি ।
হাতের লেখা অনুশীলনের উদ্দেশ্যগুলি হল —
( ১ ) ভাষার লিখিত রূপে অভ্যস্ত হয়ে লিখিত রূপ ব্যবহার করা ।
( ২ ) ভবিষ্যতে জীবন জীবিকার ক্ষেত্রে লেখার ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ।
( ৩ ) জীবনের নানা ক্ষেত্রে আমাদের প্রয়ােজনীয় বক্তব্য পেশ করা ।
( ৪ ) ভাষার লিখিত রূপে অভ্যস্ত হয়ে শিক্ষার্থীদের গল্প , কবিতা , ভ্রমণকাহিনি প্রভৃতি লিখে আপন সৃজন ক্ষমতার বিকাশ সাধন করা।
( ৫ ) পরীক্ষা / মূল্যায়ন প্রভৃতির ব্যাপারে লেখার গুরুত্ব অনস্বীকার্য ।
( ৬ ) বিভিন্ন বর্ণের ছাঁচ ( Pattern বা Style ) রপ্ত করতে সাহায্য করে ।
( ৭ ) বানান শেখার ক্ষেত্রে হাতের লেখা অনুশীলনের ভূমিকা যথেষ্ট ।
( ৮ ) ভালাে হাতের লেখায় লেখা উত্তরপত্র শিক্ষকদের যথার্থ মূল্যায়নে সাহায্য করে ।
( ৯ ) ভালাে হাতের লেখায় লিখতে পারা জীবনের একটি বিশেষ প্রশংসনীয় দিক ।
( ১০ ) অভিভাবক , শিক্ষক ও সহপাঠীদের কাছে বিশেষ প্রীতির পাত্র হয়ে ওঠে । “