⏺️ বর্গমূল কাকে বলে ?
🔷বর্গমূলের সংজ্ঞা কি ?
এটা বলা বেশ মুশকিলের ব্যাপার । তবে বর্গমূল সম্পর্কে একটা ধারণা আমরা অবশ্যই তৈরি করে নিতে পারি ।
কোন একটি সংখ্যার বর্ণ নির্ণয় বলতে ঐ সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করা বােঝার ধরা যাক , আমি 5 -এর বর্গ নির্ণয় করতে চাই । সেক্ষেত্রে আমরা 5 কে 5 দিয়ে গুণ করৰ এবং সাংকেতিকভাবে আমরা লিখব , 5² = 5 × 5 = 25
উপরের এই উদাহরণ থেকে আমরা লিখতে পারি যে , 25 হল 5 এর বর্গ । অন্যভাবে আবার বলা যায় যে , 5 হল 25 এর বর্গমূল ।
অতএব অনুরূপভাবে আমরা বলতে পারি , 36 হল 6 এর বর্গ এবং 6 হল 36 – এর বর্গমূল l