● স্থিতিশীল উন্নয়ন : স্থিতিশীল উন্নয়ন হল সেই উন্নয়ন যা বর্তমান প্রজন্মের প্রয়ােজন মেটায় , ভবিষ্যৎ প্রজন্মের প্রয়ােজন মেটানাের সামর্থ্যের সঙ্গে আপস না করে । এর ফলে পৃথিবীর প্রাকৃতিক উৎসের সীমার মধ্যে বর্তমান এবং ভবিষ্যতের পরিবেশগত , অর্থনৈতিক এবং সামাজিক উন্নতি ঘটবে । এর জন্যে জীবাশ্ম জ্বালানির সংরক্ষণ এবং এর ওপর নির্ভরতা কমিয়ে নবীকরণযােগ্য ও অপ্রচলিত বিকল্প শক্তির উৎসের ব্যবহার প্রয়ােজন ।