সােনাব্যাঙের সংরক্ষণ দরকার , কিন্তু মশা বা ইদুরের সংরক্ষণের দরকার নেই । কেন ?
উত্তর : সােনাব্যাঙের সংরক্ষণ দরকার , কিন্তু মশা বা ইঁদুরের সংরক্ষণের দরকার নেই । এর কারণ হল সােনাব্যাং সংখ্যায় ভীষণভাবে কমে গেছে , কিন্তু মশা বা ইঁদুরের ক্ষেত্রে তা ঘটেনি ।