■ শক্তির বিভিন্ন উৎস :
■ অপুনর্ভব বা অপুন-নবীকরণযােগ্য উৎস (Non-Renewable) :
● জীবাশ্ম জ্বালানি ( কয়লা , পেট্রোলিয়াম , প্রাকৃতিক গ্যাস ) এবং নিউক্লিয়ার জ্বালানি ( ইউরেনিয়াম ) ।
● প্রচলিত উৎস : জীবাশ্ম জ্বালানি ,
● অপ্রচলিত উৎস : নিউক্লিয়ার জ্বালানি ।
■ নবীকরণযােগ্য বা অপ্রচলিত বা বিকল্প উৎস (Renewable) :
সৌরশক্তি , জলশক্তি , বায়ুশক্তি , জোয়ারভাটা শক্তি , ভূতাপশক্তি , বায়ােমাস শক্তি এবং হাইড্রোজেন ।
■ বিকল্প বা অপ্রচলিত শক্তির উৎস :
এই উৎসগুলি জীবাশ্ম জ্বালানির দহনে বা পরমাণুর ভাঙনের ওপর নির্ভর করে না । এই শক্তিগুলি পরিবেশ দূষণ ঘটায় না ।