যতীনের জুতো
সুকুমার রায়
💠 লে খ ক প রি চি তি 💠
বিখ্যাত শিশুসাহিত্যিক সুকুমার রায় ১৮৮৭ খ্রিস্টাব্দের ৩০ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন l
প্রেসিডেন্সি কলেজে পড়ার সময়ই তিনি বিখ্যাত ‘ ননসেন্স ক্লাব ’ প্রতিষ্ঠা করেন । ১৯১৩ সালে উপেন্দ্রকিশােরের সম্পাদনায় মাসিক সন্দেশ পত্রিকা প্রকাশিত হয় । সুকুমার রায় সেই পত্রিকায় খিচুড়ি রচনাটি লেখেন , যা প্রকাশ পায় ১৯১৪ সালে । এরপর একে একে ছাপা হয় ‘| ‘কাঠবুড়াে, ছায়াবাজি ‘ , গোঁফচুরি ‘ , বিজ্ঞান শিক্ষা ইত্যাদি ।
১৯২৩ খ্রিস্টাব্দে সুকুমার রায়ের মৃত্যু হয় ।
💠 সা র ম র্ম 💠
সাধের ঘুড়ি বাদ দিলে যতীন তার সমস্ত জিনিসই বাজেভাবে ব্যবহার করত । বই , স্লেট , পেনসিল , বিশেষত পায়ের জুতোজোড়া সে এতটাই অসাবধানে নাড়াচাড়া করত সেগুলি খুব কম দিনই সুরক্ষিত থাকতো l
নতুন কেনা চটি কিছুদিন যেতে না যেতেই তা এদিকে সেদিকে ঠোক্কর খেয়ে ছিঁড়ে যেত । বাড়িতে তার জন্য যতীনকে বাবা – মায়ের অনেক কথাও শুনতে হত ।
একদিন ছেঁড়া চটি পায়ে যতীন দু – তিন সিঁড়ি লাফিয়ে নামতে গিয়েই সাঁইসাঁই করে শূন্যের ওপর দিয়ে উড়ে চলে এবং হাজির হয় এক অচেনা দেশে । সেখানে অনেক মুচি সার দিয়ে বসে । ছিঁড়ে যাওয়া জুতাের ব্যাপারে তারা যতীনকে বকাঝকা শুরু করে দেয়।তারপর যতীনের ছেড়া জুতাে তার হাতে ধরিয়ে সেলাইয়ের নির্দেশ দেয় । অনেকক্ষণ ধরে সেলাইয়ের কাজ চালানাের পর যতীন ক্লান্ত হয়ে পড়ে ।
পরদিনও তাকে ছেঁড়া জামা মেরামতির জন্য ধরানাে হয় । বহু কাকুতিমিনতি করা সত্ত্বেও যতীন রেহাই পায় না । অবশেষে সে ঘুমিয়ে পড়ে এবং তার সাধের ঘুড়ি উড়ে এসে পড়তে থাকে ।
মাটিতে পড়ামাত্র তার মাথার লাগে এবং যন্ত্রণা শুরু হয় l
কিছুদিন রোগভোগের পর সে সুস্থ হয়ে উঠলে তার দুরন্তপনার অনেক কমে যায় l তার জুতাজোড়াও চার মাস অক্ষত থাকে l
💠 শ ব্দা র্থ 💠
• দুমড়ানাে : দলা পাকানাে
• দুড়দুড় : তাড়াতাড়ি
• উৎপাত : ঝঞ্ঝাট , জ্বালাতন
• ঘণ্ট : এখানে এলােমেলাে অর্থে
• দশা : অবস্থা
• মন্দ : খারাপ
💠 বি প র ত শ ব্দ 💠
• নতুন : পুরাতন
• গােড়া : আগা
• আস্তে : তাড়াতাড়ি
• আরম্ভ : সমাপ্তি
প্রশ্ন – আবােল তাবােল বইটি কার লেখা ?
উত্তর : আবােল তাবােল বইটির লেখক সুকুমার রায় ৷
প্রশ্ন – তাঁর লেখা দুটি নাটকের নাম লেখাে ।
উত্তর : সুকুমার রায়ের লেখা দুটি নাটকের নাম — অবাক জলপান , লক্ষ্মণের শক্তিশেল ।
বর্ণ বিশ্লেষণ করাে ।
সেলাই চৌকাঠ , সমস্ত , মাতব্বর , মুশকিল
উত্তর :
সেলাই — স্ + এ + ল্ + আ + ই
চৌকাঠ— চ্ + ঔ + ক্ + আ + ঠ্
সমস্ত — স্ + অ + ম্ + অ + স্ + ত্ + অ
মাতব্বর — ম্ + আ + ত্ + অ + ব্ + ব্ + অ + র্
মুশকিল — ম্ + উ + শ + অ + ক + ই + ল্
বেমানান শব্দগুলি চিহ্নিত করো :
( ক ) ঘুড়ি , লাটাই , মাঞ্জা , পাঞ্জা
উত্তর — পাঞ্জা
( খ ) মলাট , বই , খাতা , ঘুড়ি
উত্তর — ঘুড়ি
( গ ) সের , জোড়া , ডজন , সেরা
উত্তর — সেরা