মানুষ পশু শিকার না করে পশুকে পােষ মানাতে শুরু করল কেন ?
উত্তর : মানুষ বুঝতে পেরেছিল পশুকে পােষ মানাতে পারলে সারাবছর ধরে মাংস , দুধ , চামড়া প্রভৃতি পাওয়া যাবে । এর সঙ্গে আত্মরক্ষা , যাতায়াত প্রভৃতি কাজেও পশুদের ব্যবহার করা যাবে l তাতে সুবিধা অনেক বেশি l তাই মানুষ পশুকে পোষ মানাতে শুরু করল l