( i ) বুদ্ধির জৈবিক সংজ্ঞা —
🔷 এই ধরনের সংজ্ঞায় ব্যক্তির অভিযােজন প্রক্রিয়ার ওপর গুরুত্ব আরােপ করা হয়েছে । অনুকূল এবং প্রতিকূল পরিবেশের সঙ্গে অভিযােজনের ক্ষমতাই হল বুদ্ধি । “”
💠 Intelligence seems to be biological mechanism by which the effects of a complexity of stimuli brought together and given a somewhat unified effective behaviour . ”
🔷 অর্থাৎ বুদ্ধি হল একটি জৈবিক প্রক্রিয়া যা জটিল উদ্দীপকগুলিকে সমন্বিত করে কার্যকারীভাবে সামগ্রিক প্রতিক্রিয়া ঘটায় , এই দৃষ্টিভঙ্গিতে পরিবেশের সঙ্গে অভিযােজন ক্ষমতাকেই বুদ্ধি বলা হয়েছে ।
🔷 কিন্তু বাস্তবে দেখা যায় এমন অনেক বিখ্যাত ব্যক্তি আছেন ( পিকাসাে , পাস্কাল , কাফকা প্রমুখ ) যাঁরা অত্যন্ত বুদ্ধিসম্পন্ন হওয়া সত্ত্বেও সামাজিক ও প্রাকৃতিক অভিযােজনে ব্যর্থ ।