( 6 ) বুদ্ধি ও যৌনগত পার্থক্য — সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে , বুদ্ধির ক্ষেত্রে যৌনগত কোনাে পার্থক্য নেই । বুদ্ধি অভীক্ষার কোনাে কোনাে অংশে যেমন — সংখ্যাবাচক ক্ষমতা , স্থানিক ক্ষমতা , কারণ নির্ণয় ইত্যাদি ক্ষেত্রে পুরুষদের পারদর্শিতা অপেক্ষাকৃত ভালাে ।
🔷 আবার স্মৃতি , ভাষা উৎকর্য , বাচনিক ক্ষমতা , কল্পনা ইত্যদি ক্ষেত্রে মহিলাদের পারদর্শিতা পুরুষদের অপেক্ষা ভালাে ।
( 7 ) বুদ্ধি ও জাতিগত পার্থক্য — বুদ্ধির ক্ষেত্রে জাতিগত পার্থক্যের উপর অনেক সমীক্ষা হয়েছে , কিন্তু জাতিগত পার্থক্যের কোনাে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি । অনেক সময় শ্বেতাঙ্গা গবেষকরা দাবি করেছেন যে , শ্বেতাঙ্গ আমেরিকানদের বুদ্ধি কৃষ্ণাঙ্গ ( নিগ্রো ) ‘ আমেরিকানদের থেকে বেশি । তবে এর কোনাে সুস্পষ্ট প্রমাণ নেই ।
🔷 কোনাে কোনাে পরীক্ষায় দেখা গেছে , যে সমস্ত আদিবাসী – শিশু দীর্ঘ কাল ব্যাপী সাধারণ সুযােগসুবিধা থেকে বর্ণিত , যাদের ভাষার বিকাশ কম , যুগ যুগ ব্যাপী শিক্ষার আলাে থেকে যারা বঞ্চিত তাদের বুদ্ধ্যঙ্ক কম , সম্ভবত এর কারণ হল বুদ্ধি পরিমাপের কৌশলগুলি অনুশীলন সাপেক্ষ , অনুশীলনের অভাবেই এদের বুদ্ধি কম বলে মনে করা হয় ।
( ৪ ) দ্রুততা — সময় সংক্ষেপ অর্থাৎ দ্রুত সমস্যার সমাধান বুদ্ধির একটি বৈশিষ্ট্য । মেধাবী শিক্ষার্থী সাধারণ বুদ্ধিসম্পন্ন শিশুদের অপেক্ষা দুত সমস্যাসমাধান রতে সক্ষম ।
“