সঠিক উত্তরটি নির্বাচন করো :
১. দিনের সবসময় ছায়ার দৈর্ঘ্য একই রকম ( থাকে / থাকে না ) ।
উত্তর — থাকে না l
২. ভােরবেলা ও সন্ধ্যাবেলা আকাশে ঝলমলে আলাে ( থাকে / থাকে না ) ।
উত্তর — থাকে না
৩. গরমকালে ভাের পাঁচটায় ঝলমলে আলাে ( দেখা যায় / দেখা যায় না ) ।
উত্তর — দেখা যায়
৪. শীতকালে ভাের পাঁচটায় ( ঝলমলে আলাে থাকে / রীতিমতাে অন্ধকার থাকে ) ।
উত্তর — রীতি মতো অন্ধকার থাকে
৫. গরমকালে সন্ধে ( দেরিতে হয় / তাড়াতাড়ি হয় ) ।
উত্তর — দেরিতে হয়
৬. শীতকালে সন্ধে ( তাড়াতাড়ি হয় / দেরিতে হয় ) ।
উত্তর— তাড়াতাড়ি হয়
৭. চাঁদের নিজস্ব আলাে ( আছে / নেই ) ।
উত্তর — নেই
৮. অনেকটা দূর থেকে একটা জিনিসকে ( আরও বড়াে / ছােটো বিন্দুর মতাে ) দেখায় ।
উত্তর — ছোটো বিন্দুর মতো.
৯. সূর্যের মতাে চাঁদ ( স্থির / স্থির নয় ) ।
উত্তর — স্থির নয়
১০. অমাবস্যায় চাঁদকে ( কমলালেবুর কোয়ার মতাে দেখায় / কাস্তের মতাে দেখায় / দেখা যায় না ) ।
উত্তর —দেখা যায় না
১১. সূর্যের আলােয় চাঁদের ( দুটো পিঠ / একটা পিঠ ) সবসময় আলােকিত হয় ।
উত্তর —একটা পিঠ
১২. চাঁদের কলঙ্কগুলাে ( এক – এক দিন এক – এক জায়গায় / সবসময় একই জায়গায় ) দেখা যায় ।
উত্তর —সবসময় একই জায়গায়
১৩. আমরা যেটাকে চাঁদের আলাে বলি সেটা ( চাঁদের নিজস্ব আলাে / সূর্যের আলাে / পৃথিবীর আলাে ) ।
উত্তর — সূর্যের আলো
১৪. বশিষ্ঠের স্ত্রীর নাম ( অঙ্গিরা / মরীচি / অরুন্ধতী ) ।
উত্তর — অরুন্ধতী
১৫. অরুন্ধতী সপ্তর্ষিমণ্ডলের ( একটি তারা / তারা নয় ) ।
উত্তর — তারা নয়
১৬. সপ্তর্ষিমণ্ডলের তারাগুলাে স্থান তারাগুলাে স্থান পরিবর্তন ( করে / করে না ) ।
উত্তর — করে
১৭. ভারত ( ইনস্যাট / ক্যাসিনি / কিউরিওসিটি ) নামের অনেকগুলাে উপগ্রহ মহাকাশে
পাঠিয়েছে ।
উত্তর —ইনস্যাট
১৮. চাদে যে ‘ চন্দ্রযান ’ গিয়েছে সেটি ( আমেরিকায় / ভারতে / জাপানে ) তৈরি ।
উত্তর — ভারত
১৯. চাঁদের বুকে প্রথম পা দেন ( গ্যালিলিও / নীল আর্মস্ট্রং / রাকেশ শর্মা ) l
উত্তর — নীল আর্মস্ট্রম
২০. আর্যভট্টের সময় দূরবিন আবিস্কৃত ( হয়েছিল / হয়নি ) ।
উত্তর —হয়নি
২১. গ্যালিলিও বৃহস্পতির ( সবকটি / চারটি ) উপগ্রহ দেখতে পান ।
উত্তর — চারটি
২২. পৃথিবী ও বৃহস্পতির মাঝে যে গ্রহটি আছে , সেটি হল ( মশল / শুক্র ) ।
উত্তর—মঙ্গল
ANSWER
১. থাকে না
২. থাকে না
৩. দেখা যায়
৪. রীতিমতাে অন্ধকার থাকে
৫. দেরিতে হয়
৬. তাড়াতাড়ি হয়
৭. নেই
৮. ছােটো বিন্দুর মতাে
৯. শির নয়
১০.দেখা যায় না
১১. একটা পিঠ
১২. সবসময় একই জায়গায়
১৩. সূর্যের আলাে
১৪. অরুন্ধতী
১৫. তারা নয়
১৬ .করে
১৭. ইনস্যাট
১৮ .ভারতে
১৯ . নীল আর্মস্ট্রং
২০.হয়নি
২১. চারটি
২২. মঙ্গল
শূন্যস্থান পূরণ করাে :
১. আমাদের দেশ থেকে প্রথম মহাকাশ অভিযানে যান_______।
উত্তর :রাকেশ শর্মা
২. যে সন্ধানী যানটি মঙ্গলগ্রহে গিয়েছে , সেটির নাম _______।
উত্তর — কিউরিওসিটি
৩. সে সন্ধানী যানটিকে শনিগ্রহে পাঠানাে হয়েছে , সেটির নাম_______
উত্তর — ক্যাসিনি
8 . _______ বছর আগে দূরবিন আবিষ্কৃত হয়
উত্তর — চারশো
৫. সৌরজগতে গ্রহের সংখ্যা _______
উত্তর — আটটি
৬. _______ নামক কুকুরকে প্রথম মহাকাশে পাঠানাে হয় l
উত্তর — লাইকা
৭ . ধ্রুবতারা আকাশের দিকে _______ দেখা
যায় ।
উত্তর — উত্তর (দিকে)
৮. সৌরজগতে সূর্যের সবচেয়ে কাছে _______ গ্রহ অবস্থিত ।
উত্তর — বুধ
ANSWER
১. রাকেশ শর্মা
২. কিউরিওসিটি
৩. ক্যাসিনি
৪. চারশাে
৫. আটটি
৬. লাইকা
৮. বুধ
৭. উত্তর ।
একটি বাক্যে উত্তর দাও :
১. সকালবেলা আমাদের ছায়া কোন দিক পড়ে ।
উত্তর : সকালবেলা আমাদের ছায়া পশ্চিম দিকে পড়ে ।
২. সবসময় সূর্যকে আকাশে দেখা যায় না কেন ?
উত্তর : নিজের চারপাশে ঘুরতে ঘুরতে পৃথিবীর একটা দিক যখন সূর্যের উলটো দিকে চলে যায় তখন সেই দিকটায় সুর্যকে দেখা যায় না ।
৩. কখন দিন বড়াে আর রাত ছােটো হয় ?
উত্তর : গরমকালে দিন বড়াে আর রাত ছােটো
হয় ।
৪. কখন রাত বড়াে আর দিন ছােটো হয় ?
উত্তর : শীতকালে রাত বড়াে আর দিন ছােটো
হয় ।
৫. পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম লেখাে ।
উত্তর : চাঁদ হল পৃথিবীর একমাত্র উপগ্রহ ।
৬. চাঁদের গায়ে কালাে কালাে দাগগুলােকে কী বলে ?
উত্তর : চাঁদের গায়ের কালাে কালাে দাগগুলােকে চাঁদের কলঙ্ক বলে ।
৭. চাঁদের গায়ে কলঙ্ক দেখা যায় কেন ?
উত্তর : চাঁদের পাহাড় এবং গর্তগুলােকে দূর থেকে কলঙ্ক বলে মনে হয় ।
৮. চাঁদ পৃথিবীর চারদিকে কোন্ দিক থেকে কোন্ দিকে ঘোরে ?
উত্তর : চাঁদ পৃথিবীর চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘােরে ।
৯. পূর্ণিমার দিন চাঁদকে কেমন দেখায় ?
উত্তর : পূর্ণিমার দিন চাঁদকে গােল রুপােলি থালার মতাে দেখায় ।
১০. সপ্তর্ষিমণ্ডল কী ?
উত্তর : রাতের আকাশে সাতটা তারা প্রশ্নচিহ্নের মতাে সাজানাে থাকে , এদের একসঙো সপ্তর্ষিমণ্ডল বলে ।
১১. সপ্তর্ষিমণ্ডলের তারাগুলাের নাম লেখাে ।
উত্তর : সপ্তর্ষিমণ্ডলের তারাগুলি হল — ক্রতু , পুলহ , পুলস্ত্য , অত্রি , অঙ্গিরা , বশিষ্ঠ এবং
মরীচি ।
১২. কোণ তারার ঠিক পাশে অরুন্ধতী নামের তারাটাকে দেখতে পাওয়া যায় ?
উত্তর : বশিষ্ঠের ঠিক পাশে , একেবারে গায়ে গায়ে অরুন্ধতী নামের তারাটাকে দেখতে পাওয়া যায় ।
১৩. কোন তারা তার জায়গা পালটায় না ?
উত্তর : ধ্রুবতারা কখনােই তার জায়গা পালটায় না ।
১৪. ক্রতুর ঠিক পিছনে যে তারাটাকে দেখা যায় সেটার নাম কী ?
উত্তর : ক্রতুর ঠিক পিছনে পুলহকে দেখা যায় ।
১৫. সপ্তর্ষিমণ্ডল আকাশের কোন্ দিকে দেখা যায় ?
উত্তর : সপ্তর্ষিমণ্ডল আকাশের উত্তর – পূর্ব দিকে দেখা যায় ।
১৬. কৃত্রিম উপগ্ৰহ কাকে বলে ?
উত্তর : মহাকাশে যে যন্ত্র পাঠিয়ে পৃথিবীর চারদিকে চাঁদের মতাে করে ঘােরানাে হয় , সেটাকে কৃত্রিম উপগ্রহ বলে ।
১৭. ভারতের পাঠানাে কৃত্রিম উপগ্রহের নাম লেখাে ।
উত্তর : ভারতের পাঠানাে কৃত্রিম উপগ্রহ হল ইনস্যাট ।
১৮. কোন্ প্রাণীকে প্রথম পৃথিবী থেকে মহাকাশে পাঠানাে হয়েছিল ?
উত্তর : লাইকা নামের একটি কুকুরকে প্রথম পৃথিবী থেকে মহাকাশে পাঠানাে হয়েছিল ।
১৯. প্রাচীন ভারতের একজন বিজ্ঞানীর নাম লেখাে ।
উত্তর : আর্যভট্ট প্রাচীন ভারতের একজন বিজ্ঞানী ।
২০. কেন মানুষ নিজে না গিয়ে প্রথমে একটা কুকুরকে মহাকাশে পাঠিয়েছিল ?
উত্তর : মহাকাশে গিয়ে ফিরে আসতে পারা যাবে কি না সে ব্যাপারে নিশ্চয়তা ছিল না বলে প্রথমে একটা কুকুরকে মহাকাশে পাঠানাে হয়েছিল ।
২১. গ্যালিলিও গ্যালিলি কোন গ্ৰহটাকে দেখতে পেয়েছিলেন ?
উত্তর : গ্যালিলিও গ্যালিলি বৃহস্পতি গ্রহকে দেখতে পেয়েছিলেন ৷
২২. দূরবিন কে আবিষ্কার করেছিলেন ?
উত্তর : গ্যালিলিও গ্যালিলি দূরবিন আবিষ্কার করেছিলেন ।
২৩. বৃহস্পতির ক-টা উপগ্রহ আছে ?
উত্তর : বৃহস্পতির বারােটা উপগ্রহ আছে ।
২৪. চাঁদ পৃথিবীর মতোই অসমান , গভীর খাদে ভরা একটা পাথুরে কঠিন বস্তু l কে এটা প্রথম দেখিয়েছিলেন ?
উত্তর : গ্যালিলিও গ্যালিলি এটা প্রথম দেখিয়েছিলেন ।
২৫. সৌরজগতের কোন্ গ্রহটা সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থিত ?
উত্তর : নেপচুন সূর্য থেকে সবচেয়ে দূরে
অবস্থিত ।
২৬. পৃথিবীর সবচেয়ে কাছের দুটো গ্রহ কী কী ?
উত্তর : শুক্র এবং মঙ্গল পৃথিবীর সবচেয়ে কাছের দুটো গ্রহ ।
২৭. সূর্য ও পৃথিবীর মাঝখানে ক-টা গ্রহ আছে ?
উত্তর : সূর্য ও পৃথিবীর মাঝখানে দুটো গ্রহ
আছে ।
২৮. পৃথিবী নিজের চারপাশে পাক খায় , তাই দিন ও রাত হয় । দূরবিনের সাহায্য ছাড়াই এই কথা কে বলেছিলেন ?
উত্তর : আর্যভট্ট একথা দূরবিনের সাহায্য ছাড়াই বলেছিলেন ।
বিজ্ঞান এর প্রশ্ন – উত্তর
পদার্থ কাকে বলে ? পদার্থ ও বস্তু কি এক ?
প্রশ্ন : মূল্যায়ন কাকে বলে ? মূল্যায়ন কয় প্রকার ও কী কী ? যে - কোনো একপ্রকার মূল্যায়নের বিবরণ দি...
একক পাঠ পরিকল্পনা কাকে বলে ? পাঠ পরিকল্পনার প্রয়োজনীয়তা লিখুন । এর সুবিধা লিখুন ।
শিক্ষা পরিকল্পনা কাকে বলে ? শিক্ষা পরিকল্পনার শ্রেণিবিভাগ করুন । যেকোনো একপ্রকার পরিকল্পনার বিবরণ দি...
ধারণা মানচিত্র কাকে বলে ? এর বৈশিষ্ট্য লিখুন । বাস্তবায়নের উপায় লিখুন । এর গুরুত্ব লিখুন ।
পাঠ একক বিশ্লেষণ কাকে বলে ? পাঠ একক বিশ্লেষণের স্তর বা ধাপগুলি লিখুন
অন্তর্ভুক্তিকরণে ( সমন্বিত শিখনে ) প্রদর্শিত শিল্পকলার কীভাবে প্রয়োগ করবেন
প্রদর্শিত শিল্পকলার লক্ষ্য , বৈশিষ্ট্য , গুরুত্ব ও বাস্তবায়নের কৌশল
প্রাথমিক স্তরে পাঠদানের ক্ষেত্রে নাটকের ব্যবহার
মূল্যবোধ শিক্ষায় বিদ্যালয় ও শিক্ষকের ভূমিকা
মূল্যবোধ || মূল্যবোধের বৈশিষ্ট্য || প্রাথমিক স্তরে মূল্যবোধের শিক্ষার গুরুত্ব
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ভূমিকা
সমন্বয়িত শিক্ষণে তথ্যপ্রযুক্তি ব্যবহারের সমস্যা ও সাফল্য
পাঠক্রম পরিব্যাপ্ত শিক্ষণবিজ্ঞানে তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ব্যবহার
পাঠক্রম পরিব্যাপ্ত শিক্ষণবিজ্ঞানে তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ব্যবহার
উদাহরণসহ প্রকল্প পদ্ধতির বিবরণ
পূর্বসূত্রজনিত শিখন ( Contextualization ) কাকে বলে ?
জ্ঞান , পাঠক্রম , পাঠ্যবই , শিক্ষার্থী ও শিক্ষণবিজ্ঞানের মধ্যের সম্পর্ক
অনুসন্ধান পদ্ধতি
জ্ঞান নির্মাণ কীভাবে হয় উদাহরণসহ আলোচনা