■ বায়ােমাস শক্তি— বায়ােফুয়েল , বায়ােগ্যাস :
● বায়ােমাস : উদ্ভিদের মৃত অংশ এবং প্রাণীর বর্জ্য পদার্থকে বলে বায়ােমাস । এটি হল জৈব পদার্থ যা জ্বালানি রূপে ব্যবহৃত হয়ে শক্তি উৎপন্ন করে । উদাহরণ : কাঠ , কৃষি বর্জ্য এবং গােবর ।
● বায়ােফুয়েল : কাঠ , কৃষি বর্জ্য এবং গােবর জ্বালানি রূপে ব্যবহৃত হওয়ায় এদের বায়ােফুয়েল বলে ।
● বায়ােগ্যাসের উপাদান : মিথেন ( 75 % ) , কার্বন ডাইঅক্সাইড , হাইড্রোজেন এবং হাইড্রোজেন সালফাইড ।
● বায়ােগ্যাসের ব্যবহার :
1. জ্বালানি রূপে রান্নার কাজে ,
2. আলাে জ্বালানাের জন্যে ,
3 , জলসেচন কার্যে পাম্পের ইঞ্জিন চালাতে এবং
4. বিদ্যুৎ উৎপাদন করতে ।