⭐ বাংলা ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন উত্তর ⭐
১. কোন বর্ণের উপরে রেখা দেওয়াকে কী বলে ?
উত্তর :- মাত্রা।
২. বর্ণমালায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে কয়টি ব্যঞ্জনবর্ণ রয়েছে ?
উত্তর :- ছয়টি।
৩. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয় ?
উত্তর :- কার/ সংক্ষিপ্ত স্বর।
৪. কয়টি ব্যঞ্জনবর্ণ ফলা রূপে ব্যবহৃত হতে পারে ?
উত্তর :- ছয়টি।
৫. ঠোঁট ও নাকের ছিদ্রের সাহায্যে উচ্চারিত হয় কোন ধ্বনিটি ?
উত্তর :- ‘ম’।
৬. অঘোষ ‘হ’ ধ্বনির বর্ণরূপ কী ?
উত্তর :- ‘ঃ’।
৭. বাংলা বর্ণমালার কোন বর্ণটি স্বতন্ত্রভাবে উচ্চারিত হয় না ?
উত্তর :- ‘ৎ’।
৮. বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শেখে ?
উত্তর :- ‘প’ বর্গের।
৯. ঙ, ঞ, ণ, ন, ম, ং, ঁ ধ্বনিগুলো ইংরেজি করলে কোন বর্ণ লিখতে হয় ?
উত্তর :- ঘ .
১০. বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে ?
উত্তর :- দুটি।
১১. আধুনিক বাংলায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি ?
উত্তর :- ২৫টি।
১২. অক্ষর কাকে বলে ?
উত্তর :- কোন শব্দকে একবারই উচ্চারিত করাকে অক্ষর বলে।
১৩. বানান কাকে বলে ?
উত্তর :- ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণের যোগ করাকে বানান বলে।
১৪. কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই ?
উত্তর :- ‘অ’।
১৫. ধ্বনি উচ্চারণের উৎস কোথায় ?
উত্তর :- ফুসফুস।
১৬. জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কী ?
উত্তর :- কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি।
১৭. ‘হ্ম’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত ?
উত্তর :- হ্+ম ।
১৮. ‘ঞ্জ’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত ?
উত্তর :- ঞ্+জ।
১৯. ‘জ্ঞ’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত ?
উত্তর :- জ্+ঞ।
২০. এক অক্ষরবিশিষ্ট শব্দের উচ্চারণ সবসময় কী হয় ?
উত্তর : -দীর্ঘ।
২১. খণ্ড-‘ত’(ৎ)প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের বহুরূপ ?
উত্তর :- ‘ৎ’।
২২. ‘আহ্বান’-এর প্রকৃত উচ্চারণ লেখ –
উত্তর :- আওভান।
২৩. যৌগিক স্বরের অপর নাম কী ?
উত্তর :- দ্বিস্বর / সান্ধ্যক্ষর।
২৪. বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কয়টি ?
উত্তর :- ৭টি।
২৫. ‘ক্ষ্ম’ বর্ণটি বিশ্লেষণ কর –
উত্তর :- ক্ + ষ্ + ম।
২৬. অনুস্বার (ং) ও বিসর্গ (ঃ) কে কী বর্ণ বলে ?
উত্তর :- অযোগবাহ বর্ণ / পরাশ্রয়ী বর্ণ।
২৭. ‘র’ ধ্বনিকে কী ধ্বনি বলে ?
উত্তর :- কম্পোনজাত ধ্বনি।
২৮. ‘ল’ ধ্বনিকে কী ধ্বনি বলে ?
উত্তর :- পার্শ্বিক ধ্বনি।
২৯. কোন চারটি বর্ণকে উষ্ম বর্ণ বলে ?
উত্তর :- শ, ষ, স, হ।
৩০. কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয় ?
উত্তর :- ঘোষ ধ্বনি।
৩১. ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ শব্দের কোথায় পাওয়া যায় ?
উত্তর :- আদিতে।
৩২. ‘নিনাদবর্ণ’ বলতে কোন জাতীয় বর্ণকে বোঝায় ?
উত্তর :- ঘোষ বর্ণ।
৩৩. উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত আ-কে কী ধ্বনি বলা হয় ?
উত্তর :- বিবৃত।
৩৪. কোন দুটি বর্ণকে যৌগিক স্বর বলা হয় ?
উত্তর :- ঐ, ঔ।
৩৫. ধ্বনি পরিবর্তন বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ?
উত্তর :- ধ্বনিতত্ত্বে।
৩৬. ‘ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’ গ্রন্থটি কে লিখেছেন ?
উত্তর :- ড. মুহম্মদ আবদুল হাই।
৩৭. ড় এবং ঢ় ধ্বনিকে কী ধ্বনি বলা হয় ?
উত্তর :- তাড়নজাত।
৩৮. পরাশ্রয়ী বর্ণ কয়টি ?
উত্তর :- ৩টি।
৩৯. Vowel Harmony-র বাংলায় স্বরসঙ্গতি নামকরণ করেছেন কে ?
উত্তর : ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
৪০. শব্দের ক্ষুদ্রতম একক কী ?
উত্তর :- ধ্বনি।
৪১. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে ?
উত্তর :- ফলা।
বাংলা ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন উত্তর
পদার্থ কাকে বলে ? পদার্থ ও বস্তু কি এক ?
প্রশ্ন : মূল্যায়ন কাকে বলে ? মূল্যায়ন কয় প্রকার ও কী কী ? যে - কোনো একপ্রকার মূল্যায়নের বিবরণ দি...
একক পাঠ পরিকল্পনা কাকে বলে ? পাঠ পরিকল্পনার প্রয়োজনীয়তা লিখুন । এর সুবিধা লিখুন ।
শিক্ষা পরিকল্পনা কাকে বলে ? শিক্ষা পরিকল্পনার শ্রেণিবিভাগ করুন । যেকোনো একপ্রকার পরিকল্পনার বিবরণ দি...
ধারণা মানচিত্র কাকে বলে ? এর বৈশিষ্ট্য লিখুন । বাস্তবায়নের উপায় লিখুন । এর গুরুত্ব লিখুন ।
পাঠ একক বিশ্লেষণ কাকে বলে ? পাঠ একক বিশ্লেষণের স্তর বা ধাপগুলি লিখুন
অন্তর্ভুক্তিকরণে ( সমন্বিত শিখনে ) প্রদর্শিত শিল্পকলার কীভাবে প্রয়োগ করবেন
প্রদর্শিত শিল্পকলার লক্ষ্য , বৈশিষ্ট্য , গুরুত্ব ও বাস্তবায়নের কৌশল
প্রাথমিক স্তরে পাঠদানের ক্ষেত্রে নাটকের ব্যবহার
মূল্যবোধ শিক্ষায় বিদ্যালয় ও শিক্ষকের ভূমিকা
মূল্যবোধ || মূল্যবোধের বৈশিষ্ট্য || প্রাথমিক স্তরে মূল্যবোধের শিক্ষার গুরুত্ব
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ভূমিকা
সমন্বয়িত শিক্ষণে তথ্যপ্রযুক্তি ব্যবহারের সমস্যা ও সাফল্য
পাঠক্রম পরিব্যাপ্ত শিক্ষণবিজ্ঞানে তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ব্যবহার
পাঠক্রম পরিব্যাপ্ত শিক্ষণবিজ্ঞানে তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ব্যবহার
উদাহরণসহ প্রকল্প পদ্ধতির বিবরণ
পূর্বসূত্রজনিত শিখন ( Contextualization ) কাকে বলে ?
জ্ঞান , পাঠক্রম , পাঠ্যবই , শিক্ষার্থী ও শিক্ষণবিজ্ঞানের মধ্যের সম্পর্ক
অনুসন্ধান পদ্ধতি
জ্ঞান নির্মাণ কীভাবে হয় উদাহরণসহ আলোচনা