⏹ পরিবেশ কয় ধরনের ও কী কী ?
পরিবেশ তিন ধরনের । যেমন —
( 1 ) ভৌত বা প্রাকৃতিক পরিবেশ ,
( 2 ) জীবজ পরিবেশ এবং
( 3 ) সামাজিক পরিবেশ ।
🔵 ভৌত বা প্রাকৃতিক পরিবেশ : ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলতে পৃথিবীর সমস্ত জড় ও জীবের উপাদানের সমষ্টিকে বােঝায় । অর্থাৎ জল , বাতাস , মাটি , আলাে , গাছপালা , জীবজন্তু ইত্যাদি সবকিছুকে নিয়ে হল ভৌত বা প্রাকৃতিক পরিবেশ ।
🔵 জীবজ পরিবেশ : জীবজ পরিবেশ বলতে পার্থিব পরিবেশে মানুষসহ সমস্ত জীবের পারস্পরিক সম্পর্ককে বােঝায় । জীবজ পরিবেশের দুটি প্রধান উপাদান হল – উদ্ভিদ ও প্রাণী । এছাড়া , জীবজ পরিবেশে আছে ব্যাকটেরিয়া ও ছত্রাক ।
🔵 সামাজিক পরিবেশ : অন্যদিকে হল মানুষের তৈরি পরিবেশ । মানুষের রীতিনীতি , আচার – ব্যবহার , অর্থনীতি , রাজনীতি , শিক্ষা , মূল্যবােধ ইত্যাদি সবকিছুর সমষ্টি হল সামাজিক পরিবেশ । এই পরিবেশের মূল উপাদান হল সংস্কৃতি বা কালচার ( culture ) ।
🔵 প্রাকৃতিক ও জীবজ পরিবেশ তৈরি করেছে পৃথিবী নিজে । এটি অতি প্রাচীন পরিবেশ । এই পরিবেশ সবসময় বদলাচ্ছে ।
আবার , সামাজিক পরিবেশ হল , মানুষের জন্য মানুষের তৈরি পরিবেশ । এই পরিবেশের বয়স প্রাকৃতিক পরিবেশের তুলনায় অনেক কম , মাত্র কয়েক হাজার বছর । পৃথিবীতে মানুষ আসার পরে আস্তে আস্তে এই পরিবেশ তৈরি হয়েছে । এই পরিবেশও সব সময় বদলাচ্ছে ।