তুমি তােমার কোনাে বন্ধুর বাড়িতে গিয়ে দেখলে বাড়িটি খুব পুরােনাে । কীভাবে তুমি এমন সিদ্ধান্তে পোঁছেলে ?
উত্তর : প্রথমত , দেয়ালে কয়েক জায়গায় ইট দেখা যাচ্ছে আর ইটগুলাে পুরােনাে দিনের ইটের মতাে পাতলা ।
দ্বিতীয়ত , ঘরগুলাে লম্বা লম্বা , ছাদ খুব উঁচু । তৃতীয়ত , মেঝে থেকে মােটা মােটা থাম উঠে গেছে ছাদ পর্যন্ত |
চতুর্থত , দরজা – জানালাগুলােও বেশ বড়াে বড়াে । দরজার পাল্লার কড়াগুলাে বেশ বড়াে ৷ এসব কিছু থেকে বােঝা যায় যে বাড়িটা খুব পুরােনাে ৷তুমি তােমার কোনাে বন্ধুর বাড়িতে গিয়ে দেখলে বাড়িটি খুব পুরােনাে । কীভাবে তুমি এমন সিদ্ধান্তে পোঁছেলে ?