৮. কীভাবে মেঘ তৈরি হয় ?
উত্তর : সূর্যের তাপে সমুদ্র – নদী – পুকুর থেকে জল বাষ্প হয় । সেই বাষ্প বাতাসে ধূলিকণার সঙ্গে মিশে ওপরে উঠে যায় এবং ঠান্ডা হয় । ঠান্ডা হতে হতে একসময় জলীয় বাষ্প ছােটো ছােটো জলের ফোঁটার সৃষ্টি করে । এই জলের ফোঁটা দিয়েই মেঘ তৈরি হয় ।