কী কী ভাবে পরিবেশ রক্ষা করা যায় ?
উত্তর : ( ১ ) গাছ লাগিয়ে , ( ২ ) গাছ না কেটে , ( ৩ ) দূষিত নােংরা জল ইত্যাদি যাতে পুকুর , নদী বা নালার সঙ্গে না মেশে তার ব্যবস্থা করে ,
( 8 ) রাস্তাঘাটে যেখানে – সেখানে মলমূত্র ত্যাগ না করেও শৌচালয় ব্যবহার করে ,
( ৫ ) কলকারখানার দূষিত ধোঁয়া যাতে পরিশুদ্ধ করে বাতাসে ছাড়া হয় তার ব্যবস্থা করে পরিবেশ রক্ষা করা যায় ।