■ কয়লাখনির মিথেন ( Coal Bed Methane , CBM ) :
এটি হল কয়লাখনি থেকে উৎপন্ন এক প্রকারের প্রাকৃতিক গ্যাস যা কয়লার উপরে একটি পাতলা স্তর রূপে সঞ্জিত থাকে । এর মধ্যে খুব অল্প পরিমাণে প্রােপেন বা বিউটেন এবং কার্বন ডাইঅক্সাইড থাকে । একে শক্তির উৎসরূপে ব্যবহার করা যায় ।