■ কয়লা :
● কয়লা হচ্ছে মূলত মুক্ত কার্বন এবং কার্বন , হাইড্রোজেন ও অক্সিজেন – এর সমন্বয়ে গঠিত যৌগ । উপস্থিত কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে কয়লাকে চারভাগে ভাগ করা যায় , যথা :
( a ) পিট কয়লা ( এর মধ্যে কার্বনের পরিমাণ 60 % )
( b ) লিগনাইট ( এর মধ্যে কার্বনের পরিমাণ 67-70 % )
( c ) বিটুমিনাস ( এর ভেতর কার্বনের পরিমাণ 78-87 % )
( d ) অ্যানথ্রাসাইট ( এর মধ্যে কার্বনের পরিমাণ 94-98 % )
● অ্যানথ্রাসাইট হল সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা এবং পিট কয়লা হল সর্বনিম্ন মানের কয়লা ।
● বিটুমিনাস কয়লার অন্তর্ভূম পাতনে কোল গ্যাস ( coal gas ) পাওয়া যায় । কোল গ্যাস আলাে উৎপাদনে ও জ্বালানিরূপে ব্যবহৃত হয় । অন্তধূম পাতনের সময় যে কালাে পদার্থ অবশিষ্ট থাকে সেটি হল কোক । ধাতু নিষ্কাশনে বিজারকরূপে এবং জ্বালানি হিসাবে কোক ব্যবহৃত হয় ।