➡️ কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় কে অশ্ব অক্ষাংশ বলা হয়। উত্তর গোলার্ধে 25 থেকে 35 অক্ষাংশের মধ্যে এটি অবস্থিত। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় বরাবর শীতল ও ভারি বায়ুর উপর থেকে নিচে নেমে আসায় ভূপৃষ্ঠের সমান্তরালে কোন বায়ু প্রবাহ দেখা যায় না, ফলে শান্ত অবস্থা বিরাজ করে। এ কারণে ষোড়শ শতকে পালতোলা জাহাজ গুলি এই শান্ত বলয় এসে গতিহীন হয়ে পড়তো। মধ্যপ্রাচ্য ইউরোপ থেকে আসা জাহাজগুলি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকায় যেতে অনেক বেশি সময় লাগত। পানীয় জলের সংকট কমাতে এবং জাহাজকে হালকা করার উদ্দেশ্যে নাবিকরা বেশকিছু ঘোড়া সমুদ্রের জলে ফেলে দিত। এই দুই ক্রান্তীয় শান্তবলয় অশ্ব অক্ষাংশ নামে পরিচিত। 6. বৃষ্টিচ্ছায় অঞ্চল বলতে কী বোঝো?
➡️ প্রতিবাদ ঢালে তুলনায় পর্বতের অনুবাত ঢালে বৃষ্টিপাত খুব কমই হবার জন্য এইদিকে অঞ্চলকে বৃষ্টিচ্ছায়া অঞ্চল বলে। জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের প্রতিবাদ ঢাল বেয়ে উপরে উঠে ঘনীভবন হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর যখন পর্বত এর বিপরীত দিকে অনুবাদ ঢালে পৌঁছায় তখন সেখানে তেমন বৃষ্টিপাত হতে পারে না। কারণ এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ একেবারে কমে যায় এবং এই বায়ুর ওপর থেকে নিচে নামে বলে এর উষ্ণতা ধীরে ধীরে বাড়তে থাকে, ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় ও সম্পৃক্ত হয়ে পড়ে। এই কারণে প্রতিবাত ঢালে তুলনায় অনুবাত ঢালে খুবই কম বৃষ্টিপাত হওয়ায় অনুবাত ঢালে অঞ্চলটিকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলা হয়। উদাহরণ পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল।