অজিত কুমার ব্যানার্জির পরামর্শে গ্রামবাসীর কী উপকার হয়েছিল ?
উত্তর : অজিত কুমার ব্যানার্জির পরামর্শ মেনে গ্রামবাসীরা আরাবারি জঙ্গলের ফাঁকা হয়ে যাওয়া জায়গায় শালগাছের চারা বসাতে শুরু করল । তারপর সেই গাছ থেকেই তাদের খাওয়াপরার খরচ উঠতে লাগল । ফলে একদিকে বিশাল বন গড়ে উঠে পরিবেশ সুন্দর হল । অন্যদিকে , গ্রামের মানুষের জীবনযাপনের খরচ নিয়ে দুশ্চিন্তা রইল না ।