( 1 ) Stern- এর একক উপাদান তত্ত্ব : অধ্যাপক Stern বুদ্ধিকে একক শক্তি হিসাবে কল্পনা করেছেন যা সব ধরনের মানসিক কাজে লাগে ।
💠 প্রাচীন রাজতন্ত্রমূলক ধারণার সঙ্গে এর কিছুটা সাদৃশ্য আছে । এই তত্ত্বটি অচিরেই সমালােচনার সম্মুখীন হয় ।
🤔 সমালােচকদের মতে , এই তত্ত্বটি যদি সত্যি হয় , তাহলে কোনাে একজন ব্যক্তি যদি একটি কার্যে সফল হয় তাহলে সে সব কাজে সফল
হবে । একইভাবে কোনাে ব্যক্তি যদি কোনাে একটি কাজে বিফল হয় তাহলে সে সব কাজে বিফল হবে । কিন্তু বাস্তবে এই দৃষ্টান্ত খুবই বিরল ।
🔷 সাহিত্যে একজন দক্ষ ব্যক্তি গাণিতিক কার্যে দক্ষ নাও হতে পারে । একজন গণিতজ্ঞ সাংসারিক হিসাব রক্ষায় ব্যর্থ — এ দৃষ্টান্ত বিরল নয় ।