( 2 ) Spearman- এর দ্বি – উপাদান তত্ত্ব : ব্রিটিশ মনােবিজ্ঞানী চার্লস স্পিয়ারম্যান 1904 সালে সম্পূর্ণ গণিত – নির্ভর বুদ্ধির একটি তাত্ত্বিক ব্যাখ্যা “ American Journal of Psychology ” – তে প্রকাশ করেন ।
🔷 তার মতে , বুদ্ধি দুটি উপাদান নিয়ে গঠিত । একটিকে বলা হয় সাধারণ শক্তি ( G ) এবং অপরটি হল বিশেষ শক্তি ( S ) ।
💠 সাধারণ শক্তি ( G ) – এর বৈশিষ্ট্য হল :
( i ) এটি সর্বজনীন এবং বংশগত ;
( ii ) একজন ব্যক্তির মধ্যে এটি ধুবক অবস্থায় থাকে ;
( iii ) ব্যক্তিভেদে এর পার্থক্য দেখা যায় ;
( iv ) এটি ব্যক্তির সব কাজেই প্রয়ােজন হয় ; ( v ) ব্যক্তির মধ্যে এর পরিমাণ যত বেশি হয় সাফল্যের সম্ভাবনা তত বেশি ।
💠 বিশেষ শক্তি ( S ) – এর বৈশিষ্ট্য হল :
( i ) এগুলি প্রধানত অর্জিত ;
( ii ) ব্যক্তির প্রতিটি কাজে পৃথক পৃথক বিশেষ শক্তির প্রয়ােজন ;
( iii ) বিশেষ শক্তির ক্ষেত্রেও ব্যক্তিগত পার্থক্য বর্তমান ;
( iv ) একই ব্যক্তির মধ্যে একাধিক বিশেষ শক্তি থাকতে পারে এবং এর পরিমাণ ভিন্ন হতে পারে ।
“