■ বায়ুশক্তি :
সূর্যের তাপে পৃথিবীপৃষ্ঠের বিভিন্ন অঞ্চল অসমানভাবে উত্তপ্ত হলে বায়ুপ্রবাহ হয় । বায়ুপ্রবাহের গতিশক্তিকে কাজে লাগিয়ে বায়ুকলের সাহায্যে টারবাইন ঘুরিয়ে তড়িৎ উৎপন্ন হয় ।
● বর্তমানে ভারতে বায়ুশক্তি থেকে প্রায় 1025 MW তড়িৎ ক্ষমতা উৎপন্ন হচ্ছে ।