বায়োমাস কী ?
☑️ উক্তিদের মৃত অংশ এবং প্রাণীর বর্জ্য পদার্থ যা জ্বালানি রুপে ব্যবহৃত হয়ে শক্তি উৎপন্ন করে , তাকে বায়ােমাস বলে ।
□ বায়ােমাসের উদাহরণ দাও ।
☑️ ( i ) কাঠ ( i ) কৃষি বর্জ ( iii ) গােবর ।
□ বায়ােগ্যাস কাকে বলে ?
☑️ বায়ােমাস ( Biomass ) – কে অক্সিজেনের অনুপস্থিতিতে বিয়ােজিত করে যে গ্যাস উৎপাদন করা হয় , তাকে বায়ােগ্যাস বলে । এতে মূল উপাদান হিসেবে মিথেন গ্যাস ( প্রায় 65 % ) থাকে।