✅ পরিবেশ ও বিজ্ঞান ✅
১. ব্যাঙের বাচ্চাদের ( ব্যাঙাচি / ছােটো ব্যাং ) বলা হয় ।
Ans — ব্যাঙাচি
২ মাছেদের প্রিয় খাবারগুলির একটি হল ( পিপড়ের ডিম / শ্যাওলা ) ।
Ans —পিপড়ের ডিম
৩. পুকুরে ( পিপড়েরা / ব্যাঙেরা/ইটেরা ) নিজেদের সংখ্যা বাড়িয়েছিল ৷
Ans—ব্যাঙেরা
8. জীবেরা নিজেরাই নিজেদের সংখ্যা বাড়াতে ( পারে / পারে না ) , কিন্তু জড় পদার্থরা নিজেরা নিজেদের সংখ্যা বাড়াতে ( পারে / পারে না ) ।
Ans— পারে , পারে না
৫. পিঁপড়েরা বহু দূর থেকে খাবার বয়ে আনতে ( পারে / পারে না ) ।
Ans— পারে
৬. জীব মাত্রই ( শ্বাস নেয় ওছাড়ে / ডিম পাড়ে / বাসাবাঁধে ) ।
Ans— শ্বাস নেয় ও ছাড়ে
৭. পাখিরা ওড়ার জন্য তাদের ( ঠোট / ডানা / পা ) ব্যবহার করে ।
Ans— ডানা
৮. পিপড়েরা ( মুখে করে / হাতে করে /পায়ে করে ) খাবার বয়ে নিয়ে যায় ।
Ans— মুখে করে
৯. দুধ দেয় এরকম দুটি জীব হল ( গােরু ও ছাগল / হাঁস ও মুরগি / কাঠবেড়ালি ও
বিড়াল ) ।
Ans— গােরু ও ছাগল
১০. রান্নাঘরে যে মাছ আছে সেটি বেড়াল টের পায় ( চোখে দেখে / কানে শুনে / গন্ধ শুঁকে) ।
Ans— গন্ধ শুঁকে
১১. পাখিদের মতাে পােকামাকড়ও ( পায়ের সাহায্যে / ডানার সাহায্যে / ঠোঁটের সাহায্যে ) ওড়ে ।
Ans— ডানার সাহায্যে
১২. ব্যাঙের ছাতা একটি ( প্রাণী / উদ্ভিদ ) ।
Ans— উদ্ভিদ
১৩. ব্যাং ( জলে / জলে ও ডাঙায় দুই জায়গাতেই ) থাকে ।
Ans— জলে ও ডাঙায় দুই জায়গাতেই
১৪. হাতি মাংস ( খায় / খায় না ) ।
Ans— খায় না
১৫. কাক ও শকুনের মিল ( চেহারায় / খাবার অভ্যাসে / বাসা বাঁধার ক্ষেত্রে ) ।
Ans— খাবার অভ্যাসে
১৬. শ্যাওলা ও ফার্ন , দুটিই ( পশু / পাখি / উদ্ভিদ ) ।
Ans— উদ্ভিদ
১৭. সজনে একটি ( গাছ / পশু / পাখি ) ।
Ans— গাছ
১৮. পুঁটি , রুই , কাতলা , তেলাপিয়া এগুলি সবই ( মাছের নাম / পােকামাকড়ের নাম / চারপেয়ে প্রাণীর নাম ) ।
Ans— মাছের নাম
১৯. আরশােলার ডানা আছে ( কিন্তু সেটা পাখি নয় / তাই সেটা পাখি / তাই সেটা মাছ ) ।
Ans— কিন্তু সেটা পাখি নয়
২০. বাঘ ও সিংহ , দুজনেই মাংস ( খায় / খায় না ) ।
Ans—খায়
২১. জমিতে বিষ দেওয়া হয় ( পােকা / ব্যাং / পাখি ) মারার জন্য l
Ans — পােকা
২২. ব্যাঙেদের সংখ্যা কমে গেছে , কারণ আমরা ( ব্যাং খাচ্ছি / পােকা মারছি / গাছ কাটছি ) ।
Ans— পােকা মারছি
২৩. ইদুরের সংখ্যা বেড়ে যাবে যদি আমরা সব ( সাপ / ব্যাং / ছাগল ) মেরে ফেলি ।
Ans— সাপ
২৪. খাবারের জন্য ( কেবল পাখিরা / কেবল পশুরা / সব প্রাণীরা ) উদ্ভিদের ওপর নির্ভর
করে ।
Ans— সব প্রাণীরা
২৫. মাছ জলের শ্যাওলা ছাড়াও ( পাখি / কুঁড়াে / সাপ ) খায় ।
Ans— কুঁড়াে
২৬. ঘাসফড়িং একটি ( উদ্ভিদ / পােকা / মাছ ) ।
Ans— পােকা
২৭. প্রাণী হােক বা গাছ , প্রত্যেকেরই বেঁচে থাকার জন্য ( খাবার / প্রাণীর মাংস / পােকামাকড় ) চাই ।
Ans— খাবার
২৮. চিড়িয়াখানায় ( জিরাফ / ছাগল পােকামাকড় ) থাকে ।
Ans— জিরাফ
২৯. বেগুন গাছে কাঁটা ( আছে / নেই ) ।
Ans— আছে
৩০. খেজুর গাছে কাঁটা ( আছে / নেই ) ।
Ans— আছে
৩১. যেখানে বালি বেশি , জল প্রায় নেই , সেখানে ( আম / জাম / ক্যাকটাস ) গাছ হয় ।
Ans— ক্যাকটাস
৩২. লাউ গাছ ( লতানে গাছ / বিষাক্ত গাছ / জলের গাছ ) ।
Ans— লতানে গাছ
৩৩. জলের তলায় ( শ্যাওলা / জাম / আঙুর ) গাছ হয় ।
Ans— শ্যাওলা
৩৪. ফণীমনসা গাছে ( ফুল / কাঁটা / ফুল ও কাঁটা দুই – ই ) দেখা যায় ।
Ans— ফুল ও কাঁটা দুই – ই
৩৫. জবা গাছে ( ফুল / ফল / ফুল ও ফল দুই – ই ) হয় ।
Ans— ফুল
৩৬. গােলাপ গাছে ফুল হয় ( ফল হয় না / ফলও হয় / কখনাে – কখনাে ফল হয় ) ।
Ans— ফল হয় না
৩৭. নােনা জলের পাশে নারকেল গাছ ( জন্মায় / জন্মায় না ) ।
Ans— জন্মায়
৩৮ , পটল , ঝিঙে ও সিম ( লতানে / কাটা আছে এমন / বিষাক্ত ) গাছ ।
Ans—লতানে
৩৯. দেবদারু গাছ ( জলে / পাহাড়ি জায়গায় / বালিতে ) দেখা যায় ।
Ans— পাহাড়ি জায়গায়
৪০. ( জিওল / শিমুল / লাউ ) গাছ থেকে আঠা পাওয়া যায় ।
Ans— জিওল
৪১. কলমি , হেলেঞ্চা , সুসনি প্রভৃতি গাছ ( জলের / পাহাড়ের / মরুভূমির ) ধরে হয় ।
Ans— জলের
৪২. মাটির তলায় বেশ আনন্দে থাকে এরকম একটি প্রাণী হল ( আরশােলা / কেঁচো / টিকটিকি ) ।
Ans— কেঁচো
৪৩. চিংড়ি আর মাছ ( একই রকমের / একই নয় ) ।
Ans— একই নয়
88. কচ্ছপ আর ব্যাং , উভয়েরই ( চারটি / দুটি / ছ – টি ) করে পা আছে ।
Ans— চারটি
৪৫. পাখিদের শিরদাঁড়া ( আছে / নেই ) ।
Ans— আছে
৪৬. আরশােলার মতাে পােকামাকড়দের শিরদাঁড়া ( আছে / নেই ) l
Ans— নেই
৪৭. চার পায়ে সাঁতার কাটে এরকম একটা প্রাণী হল ( কুমির / মাছ / কাকড়া ) ।
Ans— কুমির
৪৮. চিংড়ির মতাে কাঁকড়ার গায়েও খােলস ( থাকে / থাকে না ) ।
Ans— থাকে
৪৯. নিজেকে বাঁচানাের জন্য গােরু ( শিং / খুর / কান ) ব্যবহার করে ।
Ans— শিং
৫০. ( টিকটিকি / গিরগিটি / আরশােলা ) নিজের রং বদলাতে পারে ।
Ans— গিরগিটি
৫১. সাপ নিজেকে গাছপালার রঙের সঙ্গে রং মিলিয়ে চলতে ( পারে / পারে না ) ।
Ans— পারে
৫২. যেসব প্রাণী জলে থাকে তারা সবাই জলে ( হাঁটে / ওড়ে / সাঁতার কাটে ) ।
Ans— সাঁতার কাটে
৫৩. মাছকে বাইরের আঘাত থেকে বাঁচায় । ( অাঁশ / পাখনা / খােলক ) ।
Ans— অাঁশ
৫৪. শামুক আর কচ্ছপের নরম শরীরটা ( আঁশ / শক্ত /খােলক ) দিয়ে ঢাকা থাকে ।
Ans—
৫৫. শিঙি , মাগুরের শত্রুরা তাদের ভয় পায় ( ছুঁচোলো কাটার / পাখনার / জোড়া আঙুলের ) জন্য ।
Ans— ছুঁচোলো কাটার
৫৬. জল ছাড়া থাকতে পারে না এমন একটা পাখি হল ( কাক / পায়রা / হাঁস ) ।
Ans— হাঁস
৫৭. কাঠঠোকরা ( কাঠ / গাছের পাতা / পোকামাকড় ) খায় ।
Ans— পোকামাকড়
৫৮. শালিখ পাখির ডানার রং ( সবুজ / কালো / বাদামি ) ।
Ans— বাদামি
৫৯. ( এক শৃঙ্গ গন্ডার / গোলাপি মাথা হাঁস / কৃষ্ণসার হরিণ ) বর্তমানে হারিয়ে গেছে ।
Ans— গোলাপি মাথা হাঁস
৬০. মানুষের শরীর পাখির চেয়ে ( ভারী / হালকা ) ।
Ans— ভারী
৬১. বনরুই একটি ( মাছ / উদ্ভিদ / পশু ) ।
Ans— পশু
৬২. অলিভ রিডলে কচ্ছপ দেখা যায় ( আরবসাগরে / প্রশান্ত মহাসাগরে / গঙ্গা
নদীতে ) ।
Ans— প্রশান্ত মহাসাগরে
৬৩. একশৃঙ্গ গন্ডার দেখা যায় ( ভারতে / ইংল্যান্ডে / আমেরিকায় ) ।
Ans— ভারতে
৬৪. রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায় ( সুন্দরবনে / কাজিরাঙায় / নেপালে ) ।
Ans— সুন্দরবনে
৬৫. ( মশা / হিঁদুর / বাঘ ) সংরক্ষণ করা
দরকার ।
Ans— বাঘ
৬৬. বাবুই একটি ( পাখি / উদ্ভিদ ) এবং বাবুই ঘাস একটি ( পাখি / উদ্ভিদ ) ।
Ans— পাখি , উদ্ভিদ
৬৭. ভাম একটি ( পশু / মাছ / উদ্ভিদ ) ।
Ans— পশু
ANSWER :—
১. ব্যাঙাচি
২. পিঁপড়ের ডিম
৩. ব্যাঙেরা
৪. পারে , পারে
৫. পারে
৬. শ্বাস নেয় ও ছাড়ে
৭. ডানা
৮. মুখে করে
৯. গােরু ও ছাগল
১০. গন্ধ শুঁকে
১১. ডানার সাহায্যে
১২. উদ্ভিদ
১৩. জলে ও ডাঙায় দুই জায়গাতেই
১৪. খায় না
১৫. খাবার অভ্যাসে
১৬. উদ্ভিদ
১৭. গাছ
১৮. মাছের নাম
১৯. কিন্তু সেটা পাখি নয়
২০. খায়
২১. পোকা
২২. পোকা মারছি
২৩. সাপ
২৪. সব প্রাণীরা
২৫. কুঁড়াে
২৬. পোকা
২৭. খাবার
২৮. জিরাফ
২৯. আছে
৩০. আছে
৩১. ক্যাকটাস
৩২. লতানে গাছ
৩৩. শ্যাওলা
৩৪. ফুল ও কাঁটা
৩৫. ফুল
৩৬. ফল হয় না
৩৭. জন্মায়
৩৮. লতানে
৩৯. পাহাড়ি জায়গায়
৪০. জিওল
৪১. জলের
৪২. কেঁচো
৪৩. একই নয়
৪৪. চারটি
৪৫. আছে
৪৬. নেই
৪৭. কুমির
৪৮. থাকে
৪৯. শিং
৫০. গিরগিটি
৫১. পারে
৫২. সাঁতার কাটে
৫৩. আঁশ
৫৪. শক্ত খােলক
৫৫. ছুঁচোলো কাটার
৫৬. হাঁস
৫৭. পােকামাকড়
৫৮. বাদামি
৫৯. গােলাপি মাথা হাঁস
৬০. ভারী
৬১. পশু
৬২. প্রশান্ত মহাসাগরে
৬৩. ভারতে
৬৪. সুন্দরবনে
৬৫. বাঘ
৬৬. পাখি , উদ্ভিদ
৬৭. পশু ।
পরিবেশ ও বিজ্ঞান
পদার্থ কাকে বলে ? পদার্থ ও বস্তু কি এক ?
প্রশ্ন : মূল্যায়ন কাকে বলে ? মূল্যায়ন কয় প্রকার ও কী কী ? যে - কোনো একপ্রকার মূল্যায়নের বিবরণ দি...
একক পাঠ পরিকল্পনা কাকে বলে ? পাঠ পরিকল্পনার প্রয়োজনীয়তা লিখুন । এর সুবিধা লিখুন ।
শিক্ষা পরিকল্পনা কাকে বলে ? শিক্ষা পরিকল্পনার শ্রেণিবিভাগ করুন । যেকোনো একপ্রকার পরিকল্পনার বিবরণ দি...
ধারণা মানচিত্র কাকে বলে ? এর বৈশিষ্ট্য লিখুন । বাস্তবায়নের উপায় লিখুন । এর গুরুত্ব লিখুন ।
পাঠ একক বিশ্লেষণ কাকে বলে ? পাঠ একক বিশ্লেষণের স্তর বা ধাপগুলি লিখুন
অন্তর্ভুক্তিকরণে ( সমন্বিত শিখনে ) প্রদর্শিত শিল্পকলার কীভাবে প্রয়োগ করবেন
প্রদর্শিত শিল্পকলার লক্ষ্য , বৈশিষ্ট্য , গুরুত্ব ও বাস্তবায়নের কৌশল
প্রাথমিক স্তরে পাঠদানের ক্ষেত্রে নাটকের ব্যবহার
মূল্যবোধ শিক্ষায় বিদ্যালয় ও শিক্ষকের ভূমিকা
মূল্যবোধ || মূল্যবোধের বৈশিষ্ট্য || প্রাথমিক স্তরে মূল্যবোধের শিক্ষার গুরুত্ব
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ভূমিকা
সমন্বয়িত শিক্ষণে তথ্যপ্রযুক্তি ব্যবহারের সমস্যা ও সাফল্য
পাঠক্রম পরিব্যাপ্ত শিক্ষণবিজ্ঞানে তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ব্যবহার
পাঠক্রম পরিব্যাপ্ত শিক্ষণবিজ্ঞানে তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ব্যবহার
উদাহরণসহ প্রকল্প পদ্ধতির বিবরণ
পূর্বসূত্রজনিত শিখন ( Contextualization ) কাকে বলে ?
জ্ঞান , পাঠক্রম , পাঠ্যবই , শিক্ষার্থী ও শিক্ষণবিজ্ঞানের মধ্যের সম্পর্ক
অনুসন্ধান পদ্ধতি
জ্ঞান নির্মাণ কীভাবে হয় উদাহরণসহ আলোচনা