বাংলা ব্যাকরন- লিঙ্গ পরিবর্তন

“লিঙ্গ : (PART 1)

লিঙ্গ শব্দের অর্থ হল লক্ষণ বা নিদর্শন ।
লিঙ্গ তিন প্রকার —
[ 1 ] পুংলিঙ্গ , [ 2 ] স্ত্রীলিঙ্গ এবং [ 3 ] ক্লীবলিঙ্গ ।

[ 1 ] পুংলিঙ্গ : –
যে শব্দে পুরুষ প্রাণীর নাম বােঝায় তা পুংলিঙ্গ শব্দ ।
যেমন — বাবা , লেখক ইত্যাদি ।

[ 2 ] স্ত্রীলিঙ্গ : –
যে শব্দে স্ত্রী প্রাণীর নাম বােঝায় তা স্ত্রীলিঙ্গ শব্দ ।
যেমন — রানি , শিক্ষিকা , আয়া ইত্যাদি ।

[ 3 ] ক্লীবলিঙ্গ : যে শব্দে উদ্ভিদ ও অপ্রাণিবাচক বস্তুর নাম বােঝায় তা ক্লীবলিঙ্গ ।
যেমন — চেয়ার , টেবিল , বাতাস ইত্যাদি ।

সুতরাং লিঙ্গ তিন প্রকার। এছাড়াও উভলিঙ্গ বা উভয়লিঙ্গ নামে আরও একপ্রকার লিঙ্গ আছে । যে পদে পুরুষ ও স্ত্রী উভয়কেই বােঝায় , তা উভলিঙ্গ ।
যেমন — কবি , সৈন্য , শিশু ইত্যাদি ।

লিঙ্গ পরিবর্তনের নিয়ম : –
বাংলা ভাষায় তিনটি উপায়ে পুংলিঙ্গ শব্দকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করা যায় ।

[ 1 ] আলাদা শব্দযােগে লিগান্তর : যেমন —
ষাঁড় – গাই
এঁড়ে – বকনা

[ 2 ] স্ত্রীবাচক শব্দ যােগে লিঙ্গান্তর : যেমন —
সভাপতি – সভানেত্রী
ঘােষ – ঘােষজায়া

[ 3 ] প্রত্যয় যােগে লিঙ্গান্তর : যেমন —
বােষ্টম – বােষ্টমী
শিব – শিবানী

পরীক্ষার জন্য গুরুতবপূর্ন লিঙ্গ পরিবর্তন : –

আর্য — আর্যা
কুটিল — কুটিলা
ক্ষত্রিয় — ক্ষত্রিয়া
জীবিত — জীবিতা
জ্যেষ্ঠ — জ্যেষ্ঠা
তনয় — তনয়া
নন্দন — নন্দনা
নিপুণ — নিপুণা
প্রেমিক — প্রেমিকা
প্রথম — প্রথমা
প্রবীণ — প্রবীণা
প্রিয়তম — প্রিয়তমা
নবীন — নবীনা
পরিচিত — পরিচিতা
নিরপরাধ — নিরপরাধা
পূজনীয় — পূজনীয়া
পলাতক — পলাতকা
বৃদ্ধ — বৃদ্ধা
মনােহর — মনােহরা
মৃত — মৃতা
লজ্জাহীন — লজ্জাহীনা
শিষ্য — শিষ্যা
শারদীয় — শারদীয়া
শ্রেষ্ঠ — শ্রেষ্ঠা
সদস্য — সদস্যা
সভ্য — সভ্যা
সরল — সরলা
মহাশয় — মহাশয়া
মহােদয় — মহোদয়া
বৈশ্য — বৈশ্যা / বৈশ্যানী
সূর্য — সূর্যা / সূরী
ছাত্র — ছাত্রী
গৌর — গৌরী
কিন্নর — কিন্নরী
কিশাের — কিশােরী
তাপস — তাপসী
বিহঙ্গ — বিহঙ্গী
সুন্দর — সুন্দরী
ব্যাঘ্র — ব্যাঘ্রী
বৈষ্ণব — বৈষ্ণবী
নদ — নদী
আত্রেয় — আত্রেয়ী
সিংহ — সিংহী
মানব — মানবী
মাতামহ — মাতামহী
দৌহিত্র — দৌহিত্রী”

Related posts:

পদার্থ কাকে বলে ? পদার্থ ও বস্তু কি এক ?
প্রশ্ন : মূল্যায়ন কাকে বলে ? মূল্যায়ন কয় প্রকার ও কী কী ? যে - কোনো একপ্রকার মূল্যায়নের বিবরণ দি...
একক পাঠ পরিকল্পনা কাকে বলে ? পাঠ পরিকল্পনার প্রয়োজনীয়তা লিখুন । এর সুবিধা লিখুন ।
শিক্ষা পরিকল্পনা কাকে বলে ? শিক্ষা পরিকল্পনার শ্রেণিবিভাগ করুন । যেকোনো একপ্রকার পরিকল্পনার বিবরণ দি...
ধারণা মানচিত্র কাকে বলে ? এর বৈশিষ্ট্য লিখুন । বাস্তবায়নের উপায় লিখুন । এর গুরুত্ব লিখুন ।
পাঠ একক বিশ্লেষণ কাকে বলে ? পাঠ একক বিশ্লেষণের স্তর বা ধাপগুলি লিখুন
অন্তর্ভুক্তিকরণে ( সমন্বিত শিখনে ) প্রদর্শিত শিল্পকলার কীভাবে প্রয়োগ করবেন
প্রদর্শিত শিল্পকলার লক্ষ্য , বৈশিষ্ট্য , গুরুত্ব ও বাস্তবায়নের কৌশল
প্রাথমিক স্তরে পাঠদানের ক্ষেত্রে নাটকের ব্যবহার
মূল্যবোধ শিক্ষায় বিদ্যালয় ও শিক্ষকের ভূমিকা
মূল্যবোধ || মূল্যবোধের বৈশিষ্ট্য || প্রাথমিক স্তরে মূল্যবোধের শিক্ষার গুরুত্ব
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ভূমিকা
সমন্বয়িত শিক্ষণে তথ্যপ্রযুক্তি ব্যবহারের সমস্যা ও সাফল্য
পাঠক্রম পরিব্যাপ্ত শিক্ষণবিজ্ঞানে তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ব্যবহার
পাঠক্রম পরিব্যাপ্ত শিক্ষণবিজ্ঞানে তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ব্যবহার
উদাহরণসহ প্রকল্প পদ্ধতির বিবরণ
পূর্বসূত্রজনিত শিখন ( Contextualization ) কাকে বলে ?
জ্ঞান , পাঠক্রম , পাঠ্যবই , শিক্ষার্থী ও শিক্ষণবিজ্ঞানের মধ্যের সম্পর্ক
অনুসন্ধান পদ্ধতি
জ্ঞান নির্মাণ কীভাবে হয় উদাহরণসহ আলোচনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page