ভিটামিন
১. মাড়ি দিয়ে পুজি ও রক্ত পড়ে কেন?– ভিটামিন সি এর অভাবে।
২. সূর্য কিরণ হতে পাওয়া যায় কোন্ ভিটামিন? — ভিটামিন ডি।
৩. ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে? — অ্যালবুমিন
৪. মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয় — দুধকে।
৫. কোলেস্টরল হল? — এক ধরণের অসম্পৃক্ত অ্যালকোহল।
৬. সহজে সর্দি কাশি হয় কিসের অভাবে? — ভিটামিন সি এর অভাবে।
৭. বিষাক্ত নিকোটিন থাকা কিসে?– তামাকে
৮. শরীরে শক্তি যোগাতে দরকার — খাদ্য
৯. ভিটামিন এ সবচেয়ে বেশি — গাজরে।
১০. মানুষের প্রোটিনের অভাবে হয় – কোয়াশিয়কর রোগ।
১১. গ্লুকোজের স্থূল সংকেত — CH2O
১২. মুখে ও জিহবায় ঘা হয় কিসের ফলে? — ভিটামিন বি₂ এর অভাবে।
১৩. জলে দ্রবণীয় ভিটামিন হল? — ভিটামিন বি ও সি
১৪. শিশুদের রিকেটস রোগ হয় কোন্ ভিটামিনের ফলে? — ভিটামিন ডি এর অভাবে।