☑️ বর্তমানে সৌরবিদ্যুৎ – এর ব্যবহার লক্ষণীয় –
( i ) গ্রামে – গঞ্জে প্রচলিত বিদ্যুৎবিহীন এলাকায় আলাে জ্বালাতে , পাখা , টিভি , রেডিয়াে , জলের পাম্প চালাতে ,
( ii ) রাস্তার যানবাহন ও ট্রেনের সিগনাল ব্যবস্থায় ,
( iii ) টেলিফোন যােগাযােগ ব্যবস্থা , সমুদ্র উপকূলের বাতিঘর , ক্ষুদ্র কুটির শিল্পে যন্ত্রপাতি চালাতে সৌরবিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে।