সাধারন বিজ্ঞান এর প্রশ্ন উত্তর

সঠিক উত্তরটি নির্বাচন করো :

১. উঁচু পাহাড় চূড়ায় অক্সিজেন ( কম / বেশি / একই ) থাকে ।

উত্তর — কম

২. শীতকালে ভিজে জামাকাপড় ( দেরিতে / তাড়াতাড়ি ) শুকোয় , কিন্তু বর্ষাকালে ( দেরি তাড়াতাড়ি ) হয় ।

উত্তর — তাড়াতাড়ি , দেরি

৩. নাইট্রোজেন গ্যাস অামাদের শরীরের জন্য ( দরকারি / দরকারি নয় ) ।

উত্তর — দরকারি

৪. মাঠে মাঠে সোনালি ধান দেখা যায় ( বর্ষাকালে / গ্রীষ্মকালে / হেমন্তকালে ) ।

উত্তর — হেমন্তকালে

৫. চিতা আর চিতাবাঘ ( একই / একই নয় ) ।

উত্তর — একই নয়

৬. শালিখ আর ময়না ( একই / একই নয় ) ।

উত্তর — একই নয়

৭. মরুভূমিতে ( উট / হাতি ) দেখা যায় ।

উত্তর — উট

৮. ভারতীয় সিংহ দেখতে পাওয়া যায় ( গির অরণ্যে / সুন্দরবনে )

উত্তর— গির অরণ্যে

৯. মুগা রেশম একমাত্র ( অসমে / গুজরাতে ) দেখতে পাওয়া যায় ।

উত্তর— অসমে

১o. কাঁটাগাছ দেখা যায়( বাদাবনে/ মরুভূমিতে )

উত্তর — মরুভূমিতে

১১. ফাঁকা জায়গামাত্রই বাসস্থানের ( অনুকূল/ অনুকূল নয় )

উত্তর — অনুকূল নয় l


ANSWER

১. কম ।
২. তাড়াতাড়ি , দেরি ।
৩. দরকারি
৪. হেমন্তকালে
৫. একই নয়
৬. একই নয় ।
৭. উট
৮. গির অরণ্যে
৯. অসমে
১o. মরুভূমিতে
১১. অনুকূল নয় ।


শুন্যস্থান পূরণ করো :

১. বাতাসে যেমন অক্সিজেন আছে , তেমনই _______ আছে ।

উত্তর— কার্বন

২. উঁচু পাহাড়ের চূড়ায় যাতে শ্বাসকষ্ট না হয় , সেজন্য পাহাড়ে ওঠার সময় _______ সঙ্গে নিতে হয় ।

উত্তর — অক্সিজেন সিলিন্ডার

৩. উটপাখি থাকে _______ ও প্রায় শুষ্ক _______ অঞ্চলে ।

উত্তর — মরুভুমি
তৃণভূমি

৪. গাছপালা ও প্রাণী সকলের জীবনের সঙ্গেই যে গ্যাস জড়িয়ে আছে , সেটি হল_______ l

উত্তর — অক্সিজেন

৫. বাতাসে দরকার মতাে অক্সিজেন না থাকলে_______ হয় l

উত্তর —শ্বাসকষ্ট

৬. ধূলিকণার ওপর জলকণা জমে _______ তৈরি হয় ।

উত্তর —মেঘ

৭. লেপ – তােশক বানানাের সময় ও চটকলে পাটের দড়ি বস্তা তৈরির সময় তুলাে ও পাটের _______ বাতাসে মেশে ।

উত্তর — রোঁয়া

৮. বাতাসে যে গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেটি হল _______।

উত্তর — নাইট্রোজেন

৯. _______ জঙ্গলে একসময়ে সিংহ এবং চিতা একসঙ্গে থাকত ।

উত্তর — মধ্যপ্রদেশের

১০. পুকুরের মিষ্টি জলে _______ থাকে ।

উত্তর — রুই মাছ , কাতলা মাছ

১১. মানুষ কুসংস্কারের বশে বাড়ির কাছে _______ গাছ থাকলে কেটে ফেলে ।

উত্তর — শিমুল

১২. যে অঞ্চলে অনেক জীব থাকে তারা একে অপরের বেঁচে থাকার অনুকূল বাসস্থান করে দেয় , তার একটি উদাহরণ হল _______ ।

উত্তর — প্রবাল প্রাচীর

১৩. তাের্সা নদী _______ জঙ্গলের একদিক দিয়ে বয়ে চলেছে ।

উত্তর — জলদাপাড়া

১৪. জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে বইছে _______ নদী ।

উত্তর — হলং

১৫. রাভা নৃত্য যেমন বর্ণময় , তেমনই _______

উত্তর — দলগত

১৬ ._______ মাছ ধরার নাচ দেখায় ।

উত্তর — মেচরা

ANSWER

১. কার্বন ডাইঅক্সাইড
২. অক্সিজেন সিলিন্ডার
৩. মরুভূমি , তৃণভূমি
৪. অক্সিজেন
৫. শ্বাসকষ্ট
৬. মেঘ
৭. রোঁয়া
৮. নাইট্রোজেন
৯. মধ্যপ্রদেশের
১০. রুই মাছ , কাতলা মাছ
১১. শিমুল
১২. প্রবাল প্রাচীর ।
১৩. জলদাপাড়া
১৪. হলং
১৫. দলগত
১৬. মেচরা


একটি বাক্যে উত্তর দাও :

১. পাহাড়ে উঠতে হলে কী কী নিয়ে যেতে হয় ?

উত্তর : পাহাড়ে উঠতে হলে মােটা পােশাক , ভারী জুতাে আর অবশ্যই অক্সিজেন সিলিন্ডার সঙ্গে নিয়ে যেতে হয় ।

২ রুই – কাতলা মাছ জল থেকে তুললে কী ঘটে ?

উত্তর : রুই বা কাতলা মাছকে জল থেকে তুললে তারা ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে পড়ে ।

৩. প্রাণী শ্বাসক্রিয়ার সময় কোন্ গ্যাস নেয় ?

উত্তর : প্রাণী শ্বাসক্রিয়ার সময় পরিবেশ থেকে অক্সিজেন নেয় ।

৪. উদ্ভিদ শ্বাসক্রিয়ার সময় কোন্ গ্যাস ত্যাগ করে ?

উত্তর : উদ্ভিদ শ্বাসক্রিয়ার সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরিবেশে ত্যাগ করে ।

৫. উদ্ভিদ খাবার তৈরির জন্য কোন্ গ্যাস নেয় ?

উত্তর : উদ্ভিদ খাবার তৈরির সময় পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নেয় ।

৬. প্রাণী শ্বাসক্রিয়ার সময় কোন্ গ্যাস ত্যাগ করে ?

উত্তর : প্রাণী শ্বাসক্রিয়ার সময় পরিবেশে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করে ।

৭. শীত না বর্ষা — কোন্ ঋতুতে ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকোয় ?

উত্তর : শীতকালে ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকোয় ।

৮. একটি শুকনাে গ্লাসে বরফ রেখে দিলে গ্লাসের গায়ে গুড়িগুড়ি জল জমা হয় কেন ?

উত্তর : বাতাসে মিশে থাকা জলীয় বাষ্প ঠান্ডা গ্লাসের ছোঁয়ায় জলে পরিণত হয় এবং গ্লাসের গায়ে জমা হয় ।

৯. মেঘ তৈরির জন্য জলীয় বাষ্প ছাড়া আর কী লাগে ?

উত্তর : মেঘ তৈরির সময় জলীয় বাষ্প ছাড়াও সূক্ষ্ম ধূলিকণা লাগে ।

১০. গরম বেশি পড়লে পুকুরের জলের কী অবস্থা হয় ?

উত্তর : গরম বেশি পড়লে পুকুরের জল শুকিয়ে যায় ।

১১. আবহাওয়ার আগাম খবর কোথা থেকে জানা যায় ?

উত্তর : রেডিয়াে , টিভি এবং খবরের কাগজ থেকে আবহাওয়ার আগাম খবর জানা যায় ।

১২. শিলাবৃষ্টি হলে আমের ফলনের কী অবস্থা হয় ?

উত্তর : শিলাবৃষ্টি হলে আমগুলি নষ্ট হয়ে যায় ।

১৩. দীর্ঘদিন বৃষ্টি না হলে ধানের চারার কী অবস্থা হয় ?

উত্তর : দীর্ঘদিন বৃষ্টি না হলে ধানের চারাগুলি রােয়ার আগেই হলুদ হয়ে যায় ।

১৪. তালগাছে কোন্ পাখির বাসা ঝুলতে দেখা যায় ?

উত্তর : তালগাছে বাবুই পাখির বাসা ঝুলতে দেখা যায় ।

১৫. ভারতের কোথায় সিংহ ও চিতা একসঙ্গে দেখা যেত ?

উত্তর : মধ্যপ্রদেশের জঙ্গলে সিংহ ও চিতা একসঙ্গে দেখা l

১৬. ক্যাকটাস আর কলমি শাক কি একই জায়গায় দেখতে পাওয়া যায় ?

উত্তর : না । ক্যাকটাস দেখতে পাওয়া যায় মরুভূমিতে , কিন্তু কলমি শাক দেখতে পাওয়া যায় পুকুরের ধারে ।

১৭. জীবের বাসস্থান কোনটি ?

উত্তর : যেখানে জীবের বাস করার অনুকূল পরিবেশ থাকে , সেটিই তার বাসস্থান ।

১৮. প্রবাল প্রাচীর কোথায় দেখা যায় ?

উত্তর : প্রবাল প্রাচীর সমুদ্রের নীচে দেখা যায় ।

১১. আমাদের দেহের কোথায় জীবাণু থাকতে পারে ?

উত্তর : খাবারের নালী , ফুসফুস , চোখ , কানের মতাে আমাদের সব অঙ্গেই জীবাণু থাকতে
পারে ।

২০. অনেকে বাড়ির পাশে শিমুল গাছ কেটে ফেলে কেন ?

উত্তর : কুসংস্কারের বশে অনেকে বাড়ির পাশে শিমুল গাছ কাটে ।

২১. কলকাতার পাশ দিয়ে কোন্ নদী বয়ে গিয়েছে ?

উত্তর : কলকাতার পাশ দিয়ে হুগলি নদী বয়ে গিয়েছে ।

২২. কোন্ সেতু হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযােগ রক্ষা করে ?

উত্তর : রবীন্দ্র সেতু হাওড়া ও কলকাতার মধ্যে যােগাযােগ রক্ষা করে ।

২৩. রবীন্দ্র সেতু কোন্ নদীর ওপর অবস্থিত ?

উত্তর : রবীন্দ্র সেতু দুগলি নদীর ওপর অবস্থিত ।

২৪. ফলসা কী ?

উত্তর : ফলসা হল ছােটো আকারের , মিষ্টি স্বাদের একটা ফল ।

২৫. হাওড়ার বিখ্যাত ঝিল কোনটি ?

উত্তর : হাওড়ার বিখ্যাত ঝিল হল — সাঁতরাগাছি ঝিল |

২৬. দুরকম হাঁসের নাম লেখো যেগুলি সাঁতরাগাছি ঝিলে দেখতে পাওয়া যায় ।

উত্তর : সাঁতরাগাছি ঝিলে দেখতে পাওয়া যায় এরকম দু ধরনের হাঁস হল পিনটেল এবং হুইসলিং টীল |

২৭. সাঁতরাগাছি ঝিলে পাখি আসা কমে গিয়েছে কেন ?

উত্তর : সাঁতরাগাছি ঝিলের জল নােংরা হয়ে গিয়েছে , তাই পাখি আসা কমে গিয়েছে |

২৮. গােলপার্কের লেক কচুরিপানায় ভরে গেলে কী হতে পারে ?

উত্তর : গােলপার্কের লেক কচুরিপানায় ভরে গেলে সেখানকার সব মাছ মরে যাবে ।

২১. জলদাপাড়া অরণ্যে কোথায় বেশি গন্ডার থাকে ?

উত্তর : জলদাপাড়ার অরণ্যে ঘাসজঙ্গলে বেশি গন্ডার থাকে ।

৩০. হাসিমারা স্টেশন কোথায় অবস্থিত ?

উত্তর : পশ্চিমবঙ্গ থেকে অসম যাওয়ার পথে হাসিমারা স্টেশন অবস্থিত ।

৩১. এক খড়্গওয়ালা গন্ডার কোথায় দেখা যায় ?

উত্তর : এক খড়গওয়ালা গন্ডার জলদাপাড়া জঙ্গলে দেখা যায় ।

৩২. রাভা নৃত্য কী ?

উত্তর : রাভা উপজাতির নাচ হল রাভা নৃত্য ।

৩৩. সাধারণত রাভা নৃত্যের বিষয়বস্তু কী হয় ?

উত্তর : রাভা নৃত্যের বিষয়বস্তু হল জীবনের বিভিন্ন ঘটনা ৷

৩৪. টোটোদের বাসস্থান কোথায় ?

উত্তর : উত্তরবঙ্গে , ভুটানের কাছাকাছি জায়গায় টোটোরা থাকে ।

৩৫. টোটো সমাজের বৈশিষ্ট্য কী ?

উত্তর : টোটো সমাজের সঙ্গে মানুষের পুরােনাে সমাজের অনেক মিল পাওয়া যায় ।



২-৩ টি বাক্যে উত্তর দাও :

১. ভিজে কাপড় শুকানাের জন্য রােদে দেওয়া হয় কেন ?

উত্তর : ভিজে কাপড় শুকানাের জন্য রােদে দেওয়া হয় কারণ , কাপড়ের জল রােদে বাষ্প হয়ে বাতাসে মিশে যায় । ফলে কাপড়টি শুকিয়ে যায় ।

২. পাহাড়ের চূড়ায় শ্বাস নিতে কষ্ট হয় কেন ?

উত্তর : উঁচু পাহাড়ের চূড়ায় বাতাস কমে যায় । তাই অক্সিজেন কম থাকে । সেইজন্য পাহাড়ের চূড়ায় শ্বাস নিতে কষ্ট হয় ।

৩. বাতাসে ধূলিকণা কীভাবে আসে ?

উত্তর : পাথর ভাঙলে , গাড়ি চালালে , জোরে বাতাস বইলে , কয়লা ভাঙলে প্রভৃতি নানাভাবে ধুলাের কণা বাতাসে এসে মেশে । তা ছাড়া বাতাসে জলীয় বাষ্প কমে গেলেও মাটির কনা ধুলাে হয়ে বাতাসে মিশে যায় ।

৪. পাহাড়ি অঞ্চলের সঙ্গে সমুদ্রতীরবর্তী অঞ্চলের আবহাওয়ার পার্থক্য কী ?

উত্তর : পাহাড়ি অঞ্চলের আবহাওয়া সবসময় ঠান্ডা থাকে । কিন্তু সমুদ্রতীরবর্তী অঞ্চলের আবহাওয়া সবসময়ই নাতিশীতােয় প্রকৃতির — না – গরম , না – ঠান্ডা ।

৫. রাভা নৃত্যের তিনটি বৈশিষ্ট্যের কথা লেখো ।

উত্তর :
( ১ ) রাভা নৃত্যের সাধারণ বিষয়বস্তু নানা
ঘটনা ।
( ২ ) মেয়েরা দলবেঁধে এই নাচ পরিবেশন করে । ( ৩ ) এই নাচ খুবই বর্ণময় হয় ।

Related posts:

পদার্থ কাকে বলে ? পদার্থ ও বস্তু কি এক ?
প্রশ্ন : মূল্যায়ন কাকে বলে ? মূল্যায়ন কয় প্রকার ও কী কী ? যে - কোনো একপ্রকার মূল্যায়নের বিবরণ দি...
একক পাঠ পরিকল্পনা কাকে বলে ? পাঠ পরিকল্পনার প্রয়োজনীয়তা লিখুন । এর সুবিধা লিখুন ।
শিক্ষা পরিকল্পনা কাকে বলে ? শিক্ষা পরিকল্পনার শ্রেণিবিভাগ করুন । যেকোনো একপ্রকার পরিকল্পনার বিবরণ দি...
ধারণা মানচিত্র কাকে বলে ? এর বৈশিষ্ট্য লিখুন । বাস্তবায়নের উপায় লিখুন । এর গুরুত্ব লিখুন ।
পাঠ একক বিশ্লেষণ কাকে বলে ? পাঠ একক বিশ্লেষণের স্তর বা ধাপগুলি লিখুন
অন্তর্ভুক্তিকরণে ( সমন্বিত শিখনে ) প্রদর্শিত শিল্পকলার কীভাবে প্রয়োগ করবেন
প্রদর্শিত শিল্পকলার লক্ষ্য , বৈশিষ্ট্য , গুরুত্ব ও বাস্তবায়নের কৌশল
প্রাথমিক স্তরে পাঠদানের ক্ষেত্রে নাটকের ব্যবহার
মূল্যবোধ শিক্ষায় বিদ্যালয় ও শিক্ষকের ভূমিকা
মূল্যবোধ || মূল্যবোধের বৈশিষ্ট্য || প্রাথমিক স্তরে মূল্যবোধের শিক্ষার গুরুত্ব
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ভূমিকা
সমন্বয়িত শিক্ষণে তথ্যপ্রযুক্তি ব্যবহারের সমস্যা ও সাফল্য
পাঠক্রম পরিব্যাপ্ত শিক্ষণবিজ্ঞানে তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ব্যবহার
পাঠক্রম পরিব্যাপ্ত শিক্ষণবিজ্ঞানে তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ব্যবহার
উদাহরণসহ প্রকল্প পদ্ধতির বিবরণ
পূর্বসূত্রজনিত শিখন ( Contextualization ) কাকে বলে ?
জ্ঞান , পাঠক্রম , পাঠ্যবই , শিক্ষার্থী ও শিক্ষণবিজ্ঞানের মধ্যের সম্পর্ক
অনুসন্ধান পদ্ধতি
জ্ঞান নির্মাণ কীভাবে হয় উদাহরণসহ আলোচনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page