সঠিক উত্তরটি নির্বাচন করো :
১. নদীর জল নােংরা হওয়ার কারণ ( জল বেড়ে যাওয়া / জুল কমে যাওয়া ) ।
উত্তর— জল বেড়ে যাওয়া
২. নােংরা ফেলা উচিত ( ডাস্টবিনে / পুকুরে / পাঁচিলের ধারে ) ।
উত্তর —ডাস্টবিনে
৩. আমাদের দেশের ( উত্তরভাগ / পূর্বভাগ / দক্ষিণভাগ ) জুড়ে রয়েছে হিমালয় পর্বতমালা ।
উত্তর — উত্তরভাগ
৪. মেঘালয়ের শিলং থেকে ( ৫০/২৫/১০ ) কিমি দূরে মফলং পবিত্রভূমি অবস্থিত ।
উত্তর —২৫
৫. জামভাজি ( পশ্চিমব / পাঞ্জাব / রাজস্থান ) -এর লােক ছিলেন ।
উত্তর — রাজস্থান
৬. বিশনয়ারা ( ২৮/২৯/৩০ ) টি উপদেশ মেনে চলত ।
উত্তর — ২৯
৭. আরাবারি জঙ্গলে মানুষ ( আম গাছ / সেগুন গাছ / শাল গাছ ) বসিয়েছিল ।
উত্তর — শাল গাছ
ANSWER
১ .জল কমে যাওয়া
২. ডাস্টবিনে
৩ . উত্তরভাগ
৪. ২৫
৫. রাজস্থান
৬. ২৯
৭. শাল গাছ
শূন্যস্থান পূরণ করাে :
১. মাটির কণা জলে ধুয়ে গেলে মাটি ______ হয় l
উত্তর — খারাপ
২. মাটি খারাপ হয়ে গেলে জল দিলেও গাছ _______ l
উত্তর— বাঁচে না
৩. ইঞ্জিন লাগানাে ভ্যানগাড়ি থেকে ______বাতাসে মেশে ।
উত্তর — কালো ধোঁয়া
৪. মফলং পবিত্র বনভূমির একরকম বড়াে গাছ হল_______ l
উত্তর — কুর্জি
ANSWER
১. খারাপ
২. বাঁচে না
৩. কালাে ধোঁয়া
৪. কুর্জি
একটি বাক্যে উত্তর দাও :
১. বেশি রাসায়নিক সার ব্যবহার করলে কী হয় ?
উত্তর : বেশি রাসায়নিক সার ব্যবহার করলে মাটি বিষিয়ে যেতে পারে , তার সঙ্গে অসংখ্য ছােটো প্রাণী ধ্বংস হয়ে যায় ।
২. যে মাটিতে জঞ্জাল ফেলা হয় সেই মাটি নষ্ট হয় কেন ?
উত্তর : মাটিতে জঞ্জাল ফেললে বিভিন্ন ক্ষতিকর উপাদান মাটিতে মিশে মাটিকে নষ্ট করে দেয় ।
৩. গাড়ির কালাে ধোঁয়ায় কী অসুবিধা হতে পারে ?
উত্তর : গাড়ির কালাে ধোঁয়ায় শ্বাস নিতে কষ্ট
হয় l
৪. সিগারেটের ধোঁয়া কী ক্ষতি করে ?
উত্তর : সিগারেটের ধোঁয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং এতে শ্বাস নিতে কষ্ট হয় ।
৫. ডাস্টবিন পরিষ্কার না করা হলে কী অসুবিধা হয় ?
উত্তর : ডাস্টবিন পরিষ্কার না করা হলে নােংরা – আবর্জনা পচে দুর্গন্ধযুক্ত গ্যাস বাতাসে ছড়ায় ।
৬. সিমেন্ট্রে গুদাম থেকে কীভাবে বাতাস দূষিত হয় ?
উত্তর : সিমেন্টের গুদাম থেকে ধুলাে মিশে বাতাসকে দূষিত করে l
৭. গাছ কেটে নিলে কী ক্ষতি হয় ?
উত্তর : গাছ কেটে নিলে বাতাসে দূষণ বাড়ে ।
৮. হিমালয়ের পাদদেশে কী রয়েছে ?
উত্তর : হিমালয়ের পাদদেশে রয়েছে অসংখ্য গ্রাম আর সেই গ্রামগুলােকে ঘিরে রয়েছে বন ।
৯. হিমালয়ের পাদদেশের জঙ্গলের গাছ কাটা রুখতে কে এগিয়ে আসেন ?
উত্তর : সুন্দরলাল বহুগুণা হিমালয়ের পাদদেশের জঙ্গলের গাছকাটা রুখতে এগিয়ে আসেন ।
১০. আরাবারি জল কোথায় অবস্থিত ?
উত্তর : পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় আরাবারি জাল অবস্থিত ।
১১. কার উদ্যোগে আরাবারি অঞ্চলে শাল বন গড়ে ওঠে ?
উত্তর : অজিত কুমার ব্যানার্জির উদ্যোগে আরাবারি অঞ্চলে শাল বন গড়ে ওঠে ।
১২. মফলং কোথায় অবস্থিত ?
উত্তর : মেঘালয় রাজ্যের রাজধানী শিলং শহর থেকে ২৫ কিলােমিটার দূরে মফলং অবস্থিত ।
১৩. মফলং বনভূমিতে কী কী পাওয়া যায় ?
উত্তর : মফলং বনভূমিতে প্রধানত কুর্জি গাছ এবং নানাপ্রকার ভেষজ উদ্ভিদ পাওয়া যায় ।
১৪. ভেষজ উদ্ভিদ কী ?
উত্তর : যেসব উদ্ভিদ থেকে ওষুধপত্র তৈরি হয় সেগুলােকে ভেষজ উদ্ভিদ বলা হয় ।
১৫. খাসি , জয়ন্তিয়া কারা ?
উত্তর : খাসি , জয়ন্তিয়া হল উত্তর – পূর্ব ভারতের উপজাতিবিশেষ ।
২-৩টি বাক্যে উত্তর দাও :
১. গ্রামে কারখানা তৈরির সুফল ও কুফলগুলাে কী কী ?
উত্তর : গ্রামে কারখানা তৈরি হলে অনেক লােক কাজ পায় । কিন্তু যাঁরা কারখানা চালান তারা যদি ঠিকমতাে নজর না রাখেন তাহলে চারপাশের মাটি , জল , বাতাস দূষিত হয়ে যায় ।
২. রাজার লােকেরা জঙ্গলের গাছ কাটতে এলে বিশনয়ি মেয়েরা কী করেছিল ?
উত্তর : রাজার লােকেরা জঙ্গলের গাছ কাটতে এলে তারা যাতে গাছ কাটতে না পারে সেজন্য বিশনয়ি মেয়েরা গাছকে আঁকড়ে ধরে রেখেছিল । তারা গাছ কাটা বন্ধ করার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিল ।
৩. জামভাজি কেমন লােক ছিলেন ?
উত্তর : জামভাজি ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি । তিনি লােকজনকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্তিতে থাকতে এবং পরিবেশ ভালাে রাখতে বিভিন্ন উপদেশ দিতেন ।
৪. অজিত কুমার ব্যানার্জির পরামর্শে গ্রামবাসীর কী উপকার হয়েছিল ?
উত্তর : অজিত কুমার ব্যানার্জির পরামর্শ মেনে গ্রামবাসীরা আরাবারি জঙ্গলের ফাঁকা হয়ে যাওয়া জায়গায় শালগাছের চারা বসাতে শুরু করল । তারপর সেই গাছ থেকেই তাদের খাওয়াপরার খরচ উঠতে লাগল । ফলে একদিকে বিশাল বন গড়ে উঠে পরিবেশ সুন্দর হল । অন্যদিকে , গ্রামের মানুষের জীবনযাপনের খরচ নিয়ে দুশ্চিন্তা রইল না ।
৫. বিশনয় কাদের বলা হয় এবং কেন ?
উত্তর : জামভাজি নামক জ্ঞানী ব্যক্তির শিষ্যদের বিশনয় বলা হয় । তার শিষ্যরা ২৯ টি উপদেশ মেনে চলত বলে তাদের এরূপ নামকরণ |
৬. গ্রামের মানুষদের সুন্দরলাল বহুগুণ কী বোঝালেন ?
উত্তর : সুন্দরলাল বহুগুনা গ্রামের মানুষদের বােঝালেন যে গাছ কাটলে পরিবেশের ক্ষতি হয় । তাই সকলের উচিত গাছ কাটায় বাধা দেওয়া ।
৭. কী কী ভাবে পরিবেশ রক্ষা করা যায় ?
উত্তর : ( ১ ) গাছ লাগিয়ে , ( ২ ) গাছ না কেটে , ( ৩ ) দূষিত নােংরা জল ইত্যাদি যাতে পুকুর , নদী বা নালার সঙ্গে না মেশে তার ব্যবস্থা করে ,
( 8 ) রাস্তাঘাটে যেখানে – সেখানে মলমূত্র ত্যাগ না করেও শৌচালয় ব্যবহার করে ,
( ৫ ) কলকারখানার দূষিত ধোঁয়া যাতে পরিশুদ্ধ করে বাতাসে ছাড়া হয় তার ব্যবস্থা করে পরিবেশ রক্ষা করা যায় ।
সাধারন বিজ্ঞান
পদার্থ কাকে বলে ? পদার্থ ও বস্তু কি এক ?
প্রশ্ন : মূল্যায়ন কাকে বলে ? মূল্যায়ন কয় প্রকার ও কী কী ? যে - কোনো একপ্রকার মূল্যায়নের বিবরণ দি...
একক পাঠ পরিকল্পনা কাকে বলে ? পাঠ পরিকল্পনার প্রয়োজনীয়তা লিখুন । এর সুবিধা লিখুন ।
শিক্ষা পরিকল্পনা কাকে বলে ? শিক্ষা পরিকল্পনার শ্রেণিবিভাগ করুন । যেকোনো একপ্রকার পরিকল্পনার বিবরণ দি...
ধারণা মানচিত্র কাকে বলে ? এর বৈশিষ্ট্য লিখুন । বাস্তবায়নের উপায় লিখুন । এর গুরুত্ব লিখুন ।
পাঠ একক বিশ্লেষণ কাকে বলে ? পাঠ একক বিশ্লেষণের স্তর বা ধাপগুলি লিখুন
অন্তর্ভুক্তিকরণে ( সমন্বিত শিখনে ) প্রদর্শিত শিল্পকলার কীভাবে প্রয়োগ করবেন
প্রদর্শিত শিল্পকলার লক্ষ্য , বৈশিষ্ট্য , গুরুত্ব ও বাস্তবায়নের কৌশল
প্রাথমিক স্তরে পাঠদানের ক্ষেত্রে নাটকের ব্যবহার
মূল্যবোধ শিক্ষায় বিদ্যালয় ও শিক্ষকের ভূমিকা
মূল্যবোধ || মূল্যবোধের বৈশিষ্ট্য || প্রাথমিক স্তরে মূল্যবোধের শিক্ষার গুরুত্ব
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ভূমিকা
সমন্বয়িত শিক্ষণে তথ্যপ্রযুক্তি ব্যবহারের সমস্যা ও সাফল্য
পাঠক্রম পরিব্যাপ্ত শিক্ষণবিজ্ঞানে তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ব্যবহার
পাঠক্রম পরিব্যাপ্ত শিক্ষণবিজ্ঞানে তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ব্যবহার
উদাহরণসহ প্রকল্প পদ্ধতির বিবরণ
পূর্বসূত্রজনিত শিখন ( Contextualization ) কাকে বলে ?
জ্ঞান , পাঠক্রম , পাঠ্যবই , শিক্ষার্থী ও শিক্ষণবিজ্ঞানের মধ্যের সম্পর্ক
অনুসন্ধান পদ্ধতি
জ্ঞান নির্মাণ কীভাবে হয় উদাহরণসহ আলোচনা