সাধারন জ্ঞান

সঠিক উত্তরটি নির্বাচন করাে :

১. গান্ধি স্মারক সংগ্রহালয় ( ব্যারাকপুর / কলকাতা / মালদা ) -এ অবস্থিত ।

উত্তর —ব্যারাকপুর

২. পশ্চিমবঙ্গের ( দার্জিলিং – এ / বিষ্ণুপুরে / কলকাতাতে ) লালমাটি দেখা যায় ।

উত্তর — বিষ্ণুপুরে

৩. বিখ্যাত জামা মসজিদ ( কলকাতায় / দিল্লিতে / পুণেতে ) অবস্থিত ।

উত্তর — দিল্লিতে

8. রাঁচিতে ( বিরসা মুন্ডা / গান্ধিজি / নেতাজি সুভাষচন্দ্র বসু ) -এর নামে মিউজিয়াম আছে ।

উত্তর —বিরসা মুন্ডা

৫. ( জুলদূষণ / বায়ুদূষণ / মাটিদূষণ ) -এর ফলে তাজমহলের সাদা মার্বেল পাথরে কালচে ও হলদে দাগ পড়েছে ।

উত্তর —বায়ুদূষণ


ANSWER

১. ব্যারাকপুর
২. বিষ্ণুপুরে
৩. দিল্লিতে
৪. বিরসা মুন্ডা
৫. বায়ুদূষণ


✅ শূন্যস্থান পূরণ করাে :

১. গুরুসদয় দত্ত মিউজিয়াম_______ সংগ্রহ শালা ।

উত্তর — লোকশিল্পের

২. জাদুঘরকে ইংরেজিতে________ বলে ।

উত্তর — মিউজিয়াম

৩ .________ -এর প্রাচীন নাম হল মল্লভূম ।

উত্তর — বিষ্ণুপুর

৪. ওড়িশার কোনারকে________- অবস্থিত ।

উত্তর — সূর্যমন্দির

৫. কলকাতায় অবস্থিত জাদুঘরের নাম হল _______ ।

উত্তর —ভারতীয় জাদুঘর

৬. পিংলা_______ জেলায় অবস্থিত ।

উত্তর — পশ্চিম মেদিনীপুর



ANSWER

১. লােকশিল্পের
২. মিউজিয়াম
৩. বিষ্ণুপুর
৪. সূর্যমন্দির
৫. ভারতীয় জাদুঘর
৬. পশ্চিম মেদিনীপুর


✅ একটি বাক্যে উত্তর দাও :

১. টেরাকোটা কী ?

উত্তর : কাদা মাটি দিয়ে বিভিন্ন ধরনের নকশা , মূর্তি ইত্যাদি তৈরি করে তাকে আগুনে পুড়িয়ে শক্ত করে নেওয়ার নাম হল টেরাকোটা ।

২. বর্তমানে বাড়িঘরের গাঁথনি কী দিয়ে হয় ?

উত্তর : বর্তমানে বাড়িঘরের গাঁথনি বালি আর সিমেন্ট দিয়ে হয় ।

৩. প্রাচীনকালের ইটগুলাে কেমন ছিল ?

উত্তর : প্রাচীনকালের ইটগুলাে এখনকার তুলনায় পাতলা ছিল ।

৪. জাদুঘর বলতে কী বােঝ ?

উত্তর : জাদুঘর হল সেই ঘর যেখানে শিল্পবিজ্ঞানজাত বা পুরাতত্ব বিষয়ক জিনিস সংরক্ষণ করা হয় ।

৫. পুঁথি বলতে কী বােঝ ?

উত্তর : হাতে লেখা প্রাচীনকালের বইকে পুঁথি বলা হয় ।

৬. হুঁকো কী ?

উত্তর : নারকেলের খােল দিয়ে তৈরি তামাক খাবার একধরনের যন্ত্রকে হুঁকো বলে ।

৭. মাছ ধরার দু – একটা সরঞ্জামের নাম লেখাে ।

উত্তর : ছিপ বা বড়শি , ফিকা জাল , খাপলা জাল , চোঙা ইত্যাদি ।

৮. বিষ্ণুপুরকে প্রাচীনকালে মল্লভূম বলা হত কেন ?

উত্তর : মল্লরাজাদের নাম অনুসারে বিষ্ণুপুর অঞ্চলের নাম ছিল মল্লভূম ।

১ , বিষ্ণুপুরের মন্দিরগুলাে কীসের তৈরি ?

উত্তর : লালমাটির ইট তৈরি করে সেই ইট পুড়িয়ে তা দিয়ে বিষ্ণুপুরের মন্দিরগুলাে তৈরি করা হয় ।

১০. বিষ্ণুপুরের মন্দিরগুলােতে কীসের কাজ দেখা যায় ?

উত্তর : বিষ্ণুপুরের মন্দিরগুলােতে টেরাকোটার কাজ দেখা যায় ।

১১. বিষ্ণুপুরের মন্দির দেখতে গিয়ে বাবলুর মন খারাপ হয়েছিল কেন ?

উত্তর : পর্যটকদের কেউ কেউ কোনাে কোনাে মন্দিরের গায়ে নানারকম দাগ ও আঁচড় কেটে মন্দিরের সৌন্দর্য নষ্ট করেছিল বলে বাবলুর মন খারাপ হয়েছিল ।

১২. কোনারকের সূর্যমন্দির ক্রমশ নষ্টহওয়ার কারণ কী ?

উত্তর : বঙ্গোপসাগরের খুব কাছে অবস্থিত হওয়ায় নােনা জল হাওয়ায় কোনারেকর সূর্যমন্দির ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে l


১৩. জামা মসজিদ কে তৈরি করিয়েছিলেন ?

উত্তর : সম্রাট শাহজাহান জামা মসজিদ তৈরি করিয়েছিলেন ।

১৪. টিপু সুলতান মসজিদ কোথায় অবস্থিত ?

উত্তর : টিপু সুলতান মসজিদ কলকাতায় অবস্থিত ।

১৫. পশ্চিমবলের সবচেয়ে পুরােনাে খ্রিস্টান চার্চ কোথায় অবস্থিত ?

উত্তর : পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরােনাে খ্রিস্টান চার্চ ব্যান্ডেলে অবস্থিত ।

১৬. ব্যান্ডেল চার্চটি কত খ্রিস্টাব্দে তৈরি হয় ?

উত্তর : ১৬৬০ খ্রিস্টাব্দে ব্যান্ডেল চার্চটি তৈরি হয়

১৭. ব্যান্ডেল চার্চের বৈশিষ্ট্য কী ?

উত্তর : ব্যান্ডেল চার্চে জিশুর জীবনের গল্প পুতুলের মাধ্যমে ফুটিয়ে তােলা হয়েছে ।

১৮. ভাস্কর্য বলতে কী বােঝ ?

উত্তর : মন্দির , মসজিদ , গির্জা ইত্যাদির দেয়ালে অথবা পাথরের গায়ে খােদাই করে যেসব নকশা , মূর্তি ইত্যাদি ফুটিয়ে তােলা বলা হয় ভাষ্কর্য ।

১৯. কোনারকের মন্দিরের কী ক্ষতি হয়েছে ?

উত্তর : কোনারকের মন্দিরের একটা বড়াে অংশ ভূমিকম্পে ভেঙে পড়েছিল ।

২০. তাজমহলের কী ক্ষতি হয়েছে ?

উত্তর : তাজমহলের সাদা মার্বেল পাথর সব এখন আর সাদা নেই । তার গায়ে কোথাও কালচে , কোথাও হলদে ছাপ পড়েছে ।

২১. সংগ্রহশালা তৈরি করতে গেলে কি শুধু পুরােনাে জিনিসপত্রের প্রয়ােজন হয় ?

উত্তর : না , এখনকার ব্যবহার করা জিনিস দিয়েও সংগ্রহশালা তৈরি করা যায় ।

২২. মমি কাকে বলে ?

উত্তর : মিশর দেশের রাজা বা রানি মারা গেলে তাদের মৃতদেহ ওষুধ মাখিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা হত । এই ধরনের সংরক্ষিত মৃতদেহকে মমি বলা হয় ।

২৩. রাজা ভাতখাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত ?

উত্তর : জলপাইগুড়ি জেলার বক্সা অরণ্যের মধ্যে রাজাভাতখাওয়া প্রকৃতিবীক্ষণ সংগ্রহশালাটি অবস্থিত ।


২ , বিরসা মুন্ডা মিউজিয়াম কোথায় অবস্থিত ?

উত্তর : বিরসা মুন্ডা মিউজিয়াম ঝাড়খণ্ডের রাঁচিতে অবস্থিত ।

২৫. ভারতের সবচেয়ে পুরােনাে জাদুঘর কোথায় আছে ?

উত্তর : কলকাতায় ভারতের সবচেয়ে পুরােনাে জাদুঘর অবস্থিত ।

২৬. পিংলা গ্রাম কীসের জন্য বিখ্যাত ?

উত্তর : রংবেরঙের পটচিত্রের জন্য পিংলা গ্রাম বিখ্যাত ।

২৭ , পটচিত্র কী ?

উত্তর : একখন্ড কাপড় বা কাগজের ওপর আঁকা ছবি হল পটচিত্র ।

২৮. লেপচা মিউজিয়াম কোথায় অবস্থিত ?

উত্তর : দার্জিলিং জেলার কালিম্পং – এ লেপচা মিউজিয়ামটি অবস্থিত ।

২৯. লেপচা মিউজিয়ামে কী ধরনের জিনিসপত্র রয়েছে ?

উত্তর : পুরােনাে দিনের মানুষের ব্যবহৃত নানা জিনিসপত্র , লেপচা বাদ্যযন্ত্র , পুজো করার বিভিন্ন প্রকার সাজসরঞ্জাম , বিভিন্ন লেখাপত্র ইত্যাদি রয়েছে লেপচা মিউজিয়ামে ।

৩০. বিজ্ঞানকেন্দ্র বা বিজ্ঞান সংগ্রহশালা কোথায় কোথায় রয়েছে ?

উত্তর : দিঘা , বর্ধমান এবং পুরুলিয়াতে বিজ্ঞানকেন্দ্র রয়েছে ।

৩১. বৃষ্টির জল সংরক্ষণের মডেল কোন্ সংগ্রহশালায় রয়েছে ?

উত্তর : দিঘা বিজ্ঞানকেন্দ্রে বৃষ্টির জল সংরক্ষণের মডেলটি রয়েছে ।


৩২. আকাশ দেখার ব্যবস্থা কোন্ বিজ্ঞানকেন্দ্রে রয়েছে ?

উত্তর : দিঘা বিজ্ঞানকেন্দ্রে আকাশ দেখার ব্যবস্থা রয়েছে ।

৩৩. পূর্ব ভারতের সবচেয়ে পুরােনাে বিজ্ঞান মিউজিয়াম কোণটি ?

উত্তর : কলকাতার বিড়লা শিল্প – কারিগরি সংগ্রহশালা পূর্ব ভারতের সবচেয়ে পুরােনাে বিজ্ঞান মিউজিয়াম |

৩৪. কোন্ মিউজিয়ামে একটা নকল কয়লাখনি রয়েছে ?

উত্তর : কলকাতায় অবস্থিত বিড়লা শিল্পকারিগরি মিউজিয়ামে একটা নকল কয়লা খনি রয়েছে ।

৩৫. বাংলার লােকশিল্পের নানা জিনিসপত্র কোন্ সংগ্রহশালায় রয়েছে ?

উত্তর : গুরুসদয় দত্ত সংগ্রহশালায় বাংলার লােকশিল্পের নানা জিনিসপত্র রয়েছে ।

৩৬. গুরুসদয় দত্ত মিউজিয়াম কোথায় অবস্থিত ?

উত্তর : ঠাকুরপুকুরে ব্রতচারী গ্রামে গুরুসদয় দত্ত মিউজিয়ামটি অবস্থিত ।



✅ ২-৩টি বাক্যে উত্তর দাও :


১. স্থাপত্য বলতে কী বােঝ ?কয়েকটি স্থাপত্যের উদাহরণ দাও ।

উত্তর : পুরােনাে দিনের বাড়ি , মন্দির , মসজিদ , গির্জা ইত্যাদি সবই হল স্থাপত্য । যেমন — কোনারকের মন্দির , বিষ্ণুপুরের রাসমঞ্চ , সাঁচিপ ইত্যাদি ।

২. সৌধ কাকে বলে ? কয়েকটি সৌধের উদাহরণ দাও ।

উত্তর : বিশেষ কারাের স্মৃতিতে যে স্থাপত্য গড়ে ওঠে তাকে সৌধ বলা হয় । যেমন — শহীদ মিনার , এটি স্যার ডেভিড অক্টারলােনির স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল ।

৩. পৃথিবীর বিভিন্ন স্থাপত্য ও ভাস্কর্য কীভাবে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে ?

উত্তর : ভূমিকম্প , বন্যা , ঝড়বৃষ্টিতে পৃথিবীর স্থাপত্য ও ভাস্কর্যগুলাে নষ্ট হয়ে যাচ্ছে । তা ছাড়া , কলকারখানা , যানবাহন ইত্যাদির দূষিত ধোঁয়া , পরিবেশদূষণ , নােনা হাওয়া ইত্যাদির কারণেও এগুলাে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে ।

৪. ব্যারাকপুরের গান্ধি স্মারক সংগ্রহালয়ে কী ধরনের জিনিসপত্র রয়েছে ?

উত্তর : ব্যারাকপুরের গান্ধি স্মারক সংগ্রহালয়ে প্রধানত মহাত্মা গান্ধির ব্যবহৃত জিনিসপত্র রয়েছে । তা ছাড়া , বহু ধরনের বইপত্র , মূর্তি ও ছবি রয়েছে এই সংগ্রহশালায় ।

৫. কোনারকের সূর্যমন্দি কেমন দেখতে ?

উত্তর : কোনারকের সূর্যমন্দিরটা বিশাল একখানা রথের মতাে । তাতে ২৪ খানা বড়াে বড়াে চাকা লাগানাে এবং দেয়ালগুলােতে নানারকম মূর্তি আছে ।

তুমি তােমার কোনাে বন্ধুর বাড়িতে গিয়ে দেখলে বাড়িটি খুব পুরােনাে । কীভাবে তুমি এমন সিদ্ধান্তে পোঁছেলে ?

উত্তর : প্রথমত , দেয়ালে কয়েক জায়গায় ইট দেখা যাচ্ছে আর ইটগুলাে পুরােনাে দিনের ইটের মতাে পাতলা ।
দ্বিতীয়ত , ঘরগুলাে লম্বা লম্বা , ছাদ খুব উঁচু । তৃতীয়ত , মেঝে থেকে মােটা মােটা থাম উঠে গেছে ছাদ পর্যন্ত |
চতুর্থত , দরজা – জানালাগুলােও বেশ বড়াে বড়াে । দরজার পাল্লার কড়াগুলাে বেশ বড়াে ৷ এসব কিছু থেকে বােঝা যায় যে বাড়িটা খুব পুরােনাে ৷

৭. বিরসা মুন্ডা মিউজিয়ামে কী ধরনের জিনিসপত্র রয়েছে ?

উত্তর : বিরসা মুন্ডা মিউজিয়ামে ঝাড়খণ্ড অঞ্চলের প্রাচীনকালের মানুষদের ব্যবহার করা বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে । রয়েছে মাছ ধরার জাল আর যন্ত্রপাতি , নানা ধরনের ছুরি , কাটারি আর কাস্তে । আদিবাসী মেয়েদের গয়নাগাটি , পােশাক , বাসনপত্র ইত্যাদিও রয়েছে সেখানে ।

Related posts:

পদার্থ কাকে বলে ? পদার্থ ও বস্তু কি এক ?
প্রশ্ন : মূল্যায়ন কাকে বলে ? মূল্যায়ন কয় প্রকার ও কী কী ? যে - কোনো একপ্রকার মূল্যায়নের বিবরণ দি...
একক পাঠ পরিকল্পনা কাকে বলে ? পাঠ পরিকল্পনার প্রয়োজনীয়তা লিখুন । এর সুবিধা লিখুন ।
শিক্ষা পরিকল্পনা কাকে বলে ? শিক্ষা পরিকল্পনার শ্রেণিবিভাগ করুন । যেকোনো একপ্রকার পরিকল্পনার বিবরণ দি...
ধারণা মানচিত্র কাকে বলে ? এর বৈশিষ্ট্য লিখুন । বাস্তবায়নের উপায় লিখুন । এর গুরুত্ব লিখুন ।
পাঠ একক বিশ্লেষণ কাকে বলে ? পাঠ একক বিশ্লেষণের স্তর বা ধাপগুলি লিখুন
অন্তর্ভুক্তিকরণে ( সমন্বিত শিখনে ) প্রদর্শিত শিল্পকলার কীভাবে প্রয়োগ করবেন
প্রদর্শিত শিল্পকলার লক্ষ্য , বৈশিষ্ট্য , গুরুত্ব ও বাস্তবায়নের কৌশল
প্রাথমিক স্তরে পাঠদানের ক্ষেত্রে নাটকের ব্যবহার
মূল্যবোধ শিক্ষায় বিদ্যালয় ও শিক্ষকের ভূমিকা
মূল্যবোধ || মূল্যবোধের বৈশিষ্ট্য || প্রাথমিক স্তরে মূল্যবোধের শিক্ষার গুরুত্ব
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ভূমিকা
সমন্বয়িত শিক্ষণে তথ্যপ্রযুক্তি ব্যবহারের সমস্যা ও সাফল্য
পাঠক্রম পরিব্যাপ্ত শিক্ষণবিজ্ঞানে তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ব্যবহার
পাঠক্রম পরিব্যাপ্ত শিক্ষণবিজ্ঞানে তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ব্যবহার
উদাহরণসহ প্রকল্প পদ্ধতির বিবরণ
পূর্বসূত্রজনিত শিখন ( Contextualization ) কাকে বলে ?
জ্ঞান , পাঠক্রম , পাঠ্যবই , শিক্ষার্থী ও শিক্ষণবিজ্ঞানের মধ্যের সম্পর্ক
অনুসন্ধান পদ্ধতি
জ্ঞান নির্মাণ কীভাবে হয় উদাহরণসহ আলোচনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page