সবার আমি ছাত্র
সুনির্মল বসু
💠 ক বি প রি চি তি 💠
সুনির্মল বসু বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি ও শিশুসাহিত্যিক । ১৯০২ সালের ২০ জুলাই বিহারের গিরিডিতে সুনির্মল বসুর জন্ম
হয় ।
তার প্রথম কবিতা প্রবাসী পত্রিকায় প্রকাশিত
হয় । সুনির্মল বসুর লেখা কয়েকটি উল্লেখযােগ্য গ্রন্থ হল— হাওয়ার দোলা , ছন্দের টুংটাং , টুনটুনির গান , পাতাবাহার , ইন্তিবিন্তির আসর ইত্যাদি ৷ ১৯৫৬ সালে তিনি তার আজীবন সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ ‘ ভুবনেশ্বরী ’ পদক লাভ করেন । ১৯৫৭ সালে সুনির্মল বসুর জীবনাবসান হয় ।
💠 সা র ম র্ম 💠
আলােচ্য কবিতায় কবি জীবনে চলার পথে প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে যে – সমস্ত অনুপ্রেরণা পেয়েছেন তার একটি বিবরণ দিয়েছেন | আকাশের বিস্তৃতি তাঁকে যেমন উদার হতে শিখিয়েছে , তেমনই বাতাসের থেকে তিনি পেয়েছেন কর্মী হওয়ার অনুপ্রেরণা | এইভাবেই কবি পাহাড় , সূর্য , সাগর , নদী , মাটি , পাথর , ঝরনা , বনভূমি প্রত্যেকের কাছ থেকেই কিছু না কিছু শিক্ষালাভ করেছেন । প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ এই ধরিত্রী কবির কাছে একটি বিশাল খাতার মতাে । তার পাতায় পাতায় রয়েছে নানান শিক্ষণীয় বস্তু । কবি সেগুলিরই একনিষ্ঠ পাঠক ও শিক্ষার্থীমাত্র ৷
💠 শ ব্দা র্থ 💠
• শিক্ষা : উপদেশ
• উদার : মহৎ
• ভাইরে : কাউকে সম্বােধন করার ক্ষেত্রে আমরা
‘ রে ’ যােগ করি , এখানে কবি তার পাঠক বন্ধুদের স্নেহের স্বরে সম্বােধন করতে গিয়ে
‘ ভাইরে ’ বলেছেন ।
মন্ত্র : জ্ঞান , উপদেশ ,দীক্ষা
• মৌন : চুপ করে থাকা
দিলখােলা : অকপট , উদার মনের
• মন্ত্রণা : উপদেশ
মিঠে : মিষ্টি
ইঙ্গিত : ইশারা , সংকেত
• রত্নআকর : ‘ রত্ন ‘ শব্দের অর্থ সম্পদ । আর ,
‘ আকর ’ মানে আধার বা উৎপত্তিস্থল ।
‘ রত্নআকর ’ মানে তাই সম্পদের আধার । সাধারণভাবে এটি সমুদ্র বা সাগরের একটি নাম । দীক্ষা : শিক্ষা , উপদেশ
• ভিক্ষা : দান
• ভাবের : রকমের
শ্যামবনানী : সবুজ অরণ্য
💠 বি প র ত শ ব্দ 💠
• উদার : অনুদার
• সমান : অসমান
• মৌন : মুখরতা
• মিঠে : কড়া
• অন্তর : বাহির
✅ নীচের প্রশ্নগুলির উত্তর দাও ।
১.১ সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখাে ।
উত্তর : সুনির্মল বসুর লেখা দুটি বই — টুনটুনির গান এবং হৈ চৈ
১.২ তিনি ১৯৫৬ সালে কী পদক পেয়েছিলেন ?
উত্তর : সুনির্মল বসু ১৯৫৬ সালে ‘ ভুবনেশ্বরী পদক ‘ লাভ করে ।
✅ নীচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো ।
২.১ কার উপদেশে কবি দিলখােলা হন ?
উত্তর : উন্মুক্ত খােলা মাঠের উপদেশ শুনে কবি দিলখােলা হন ।
২.২ পাষাণ কবিকে কী শিক্ষা দিয়েছিল ?
উত্তর : কঠিন পাষাণ কবিকে কঠোরভাবে পরিশ্রমের মাধ্যমে নিজের কাজ করে যাওয়ার শিক্ষা দিয়েছিল ।
২.৩ কবি কার কাছ থেকে কী শিক্ষা পেলেন ?
উত্তর : চিরসবুজ বনের থেকে কবি মনের সরসতা লাভ করেন ৷
২.৪ কে কবিকে মধুর কথা বলতে শেখাল ?
উত্তর : রাতের আকাশের চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখাল ।
২.৫ নদীর কাছ থেকে কী শিক্ষা পাওয়া যায় ?
উত্তর : কবির মতে , বহমান নদীর কাছ থেকে আপন বেগে বা নিজস্ব ক্ষমতার ওপর ভর করে চলার শিক্ষা লাভ করা যায় ।
✅ সন্ধি করে লেখাে :
রত্ন + আকর , মেঘ + আলােক , কমল + আসনা
উত্তর :
• রত্ন + আকর = রত্নাকর
•মেঘ + আলােক = মেঘালােক
• কমল + আসনা = কমলাসনা ।
✅ সমার্থক শব্দ লেখাে ।
চাঁদ , সূর্য , পাহাড় , বায়ু , নদী , পৃথিবী , সাগর
উত্তর :
• চাঁদ — শশী , চন্দ্র , বিধু
• সূর্য — ভানু , আদিত্য , দিবাকর , তপন , অর্ক
• পাহাড় — স্থূপ , গিরি , শৈল
• বায়ু — বাতাস , পবন , হাওয়া
• নদী — স্রোতস্বিনী , তটিনী , তরঙ্গিণী
• পৃথিবী — ভূমণ্ডল , ক্ষিতি , বসুন্ধরা
• সাগর — সমুদ্র , রত্নাকর , সিন্ধু , অর্ণব
✅ নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১.১ কবির মতে ‘ সরসতা ’ কোন্ প্রাকৃতিক উপাদানের বৈশিষ্ট্য ?
উত্তর : কবির মতে ‘ সরসতা ’ সবুজ বনভূমির বৈশিষ্ট্য ৷
১.২ “ শিখছি সে সব কৌতূহলে .. ” — কৌতূহলের বশে কবি কী শিখেছেন ?
উত্তর : এই পৃথিবী কবির দৃষ্টিতে একটি বিরাট খাতার মতাে ৷ তারই পাতায় পাতায় লেখা শেখার উপযুক্ত বিষয়গুলি কৌতূহলের বশে তিনি সর্বদা শিখে চলেছেন ।
✅ নীচের সংক্ষিপ্ত ব্যাখ্যাভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ কবির চোখে বাতাস কী ও কেন ?
উত্তর : কবির দৃষ্টিতে বাতাস যেন এক নিরলস কর্মী।কারণ , একজন নিয়ম মেনে চলা কর্মীর মতােই বাতাস তার দায়িত্বে ফাঁকি না দিয়ে অনবরত বয়েই চলে ৷
২.২ “ আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা ” — ব্যাখ্যা করাে ।
উত্তর : পাষাণ বা পাথর একটি কঠিন , শক্ত উপাদান । তা জল বা কাদার মতাে তরল কিংবা থকথকে নয় ৷ তা জমাট , শুষ্ক কবির মতে জীবনে উন্নতি করতে হলে কঠিন । পাথরের মতােই কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা জরুরি ।
✅ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :
৩.১ আকাশ কবিকে কী হওয়ার শিক্ষা দেয় ?
ক ) ভাবুক. খ ) উদাস
গ ) কর্মী ঘ ) উদার
উত্তর — ঘ ) উদার
৩.২ ” পাহাড়________ তাহার সমান / হই যেন _______- মৌন মহান । ”
ক ) শেখায় , ভাই খ ) শিখায় , তাই
গ ) শিখায় , ভাই ঘ ) শেখায় , তাই
উত্তর — গ ) শিখায় , ভাই
✅ কোনটি বেমানান চিহ্নিত করাে :
ক ) পাহাড় , উপত্যকা , গিরিখাত , অববাহিকা
উত্তর — অববাহিকা
খ ) চাঁদ , প্রতিপদ , জ্যোৎস্না , দিনের আলাে
উত্তর — দিনের আলো
✅ এলােমেলাে শব্দগুলি সাজিয়ে লেখাে
( ক ) র আ ন্ত র ক
উত্তর — রক্তআকার
( খ ) নী শ্যা না ম ব
উত্তর — শ্যামবনানী
( গ ) ড়া শ্ব জো বি
উত্তর — বিশ্বজোড়া