■ যুক্তবর্ণের উচ্চারণ : ৫
৪১। ন্ড = ন্ + ড ; নাম — দন্ত্য ন য়ে ড ।
যেমন — ঠান্ডা ।
৪২। ম্ন = ম্ + ন — ম যে দন্ত্য ন ।
যেমন — নিম্ন ।
৪৩। ম্ম = ম্ + ম – ম য়ে ম ।
যেমন — সম্মান , সম্মতি ।
৪৪। ঙ্গ = ঙ্ + গ – উঁয়ােয় গ ।
যেমন — অঙ্গ , বঙ্গ ।
৪৫। ঙ্ক = ঙ্ + ক – উঁয়ােয় ক ।
যেমন — শঙ্কা ।
৪৬। ঙ্খ = ঙ্ + খ — উঁয়ােয় খ ।
যেমন — শঙ্খ ।
৪৭। ঙ্ঘ = ঙ্ + ঘ — উঁয়ােয় ঘ ।
যেমন — সঙ্ঘ ।
৪৮। ক্ষ্ম = ক্ + ষ্ + ম – খিয়ােয় ম ।
যেমন — সূক্ষ্ম ।
৪৯। ক্ষ্ণ = ক্ + ষ্ + ণ – খিয়ােয় মূর্ধন্য ণ ।
যেমন — তীক্ষ্ণ ।
৫০। স্ব = স্ + ব — দন্ত্য স য়ে ব ফলা ।
যেমন — তেজস্বী , স্বেদ ।