■ যুক্তবর্ণের উচ্চারণ : ৪
৩১। গ্ন = গ্ + ন — নাম গ য়ে দন্ত ন
যেমন — রুগ্ন, অগ্নি, ভগ্ন।
৩২। ন্থ = ন্ + থ = নাম দন্ত্য ন য়ে থ ।
যেমন — পান্থ , পন্থা ।
৩৩। স্থ = স্ + থ – নাম দন্ত্য স য়ে থ ।
যেমন — সংস্থা , অস্থির ।
৩৪। ন্তু = ন্ + ত্ + উ – দন্ত্য ন য়ে ত য়ে হ্রস্ব উ – কার ।
যেমন— কিন্তু, জন্তু।
৩৫। স্তু = স্ + ত্ + উ – দন্ত্য স য়ে ত য়ে হ্রস্ব উ – কার ।
যেমন— বস্তু, স্তুতি।
৩৬। ন্ন = ণ্ + ণ — নাম মূর্ধন্য ণ য়ে মূর্ধন্য ণ ।
যেমন — অক্ষুন্ন, বিষন্ন।
৩৭। ন্ন = ন্ + ন — নাম দন্ত্য ন য়ে দন্ত্য ন ।
যেমন — অন্ন , ছন্নছাড়া ।
৩৮। গু = গ্ + উ কার – গ য়ে উ কার ।
যেমন — গুণ , গুরু ।
৩৯। শু = শ্ + উ কার – তালব্য শ য়ে হ্রস্ব উ কার ।
যেমন — পশু , শিশু ।
৪০। ন্ড = ণ্ + ড – মূর্ধন্য ণ য়ে ড ।
যেমন — শুণ্ড , খণ্ড ।