■ উৎস অনুযায়ী বাংলা শব্দের শ্রেণিবিভাগ করতে হলে প্রথমত দু – ভাগে ভাগ করতে হয়—
( ক ) মৌলিক শব্দ ( নিজস্ব শব্দ ) ও
( খ ) আগন্তুক বা কৃতঋণ শব্দ ।
■ মৌলিক শব্দ চার শ্রেণিতে বিভক্ত—
( ১ ) তৎসম ,
( ২ ) অর্ধতৎসম ,
( ৩ ) তদ্ভব ,
( ৪ ) দেশি
■ আগন্তুক বা কৃতঋণ শব্দ দু – শ্রেণিতে বিভক্ত—
( ১ ) বিদেশি ও
( ২ ) ভারতীয় ।
■ তা ছাড়া আছে নবগঠিত তথা –
( ১ ) মিশ্র ,
( ২ ) অনূদিত ও
( ৩ ) খণ্ডিত শব্দ ।
☑️ আমরা এখানে পড়ব – তৎসম , অর্ধতৎসম , তদ্ভব , দেশি , বিদেশি ইত্যাদির সংজ্ঞা ও উদাহরন।