■ মিথেন হাইড্রেট :
নির্দিষ্ট মানের উষ্ণতা এবং চাপে জলের অণুগুলি খাঁচার মতাে গঠন তৈরি করে এবং তার মধ্যে মিথেন অণুগুলি থাকে । এইভাবে মিথেন হাইড্রেট উৎপন্ন হয় । পৃথিবীতে মেরু অঞ্চল এবং সমুদ্রের নীচে মিথেন হাইড্রেট পাওয়া যায় । মিথেন হাইড্রেট নিজ আয়তনের 160-170 গুণ আয়তনের মিথেন গ্যাস উৎপন্ন করতে পারে যা শক্তির উৎসরূপে ব্যবহার করা যেতে পারে ।
● মিথেন হাইড্রেটকে fire ice বলে ।