✅ সহযােগিতামূলক কাজের ভিত্তিতে দুই বা তার বেশি জীব একে অপরের উপকার করে মিথােজীবিতার সম্পর্ক গড়ে তােলে ।
✅ গােবক ও গােরু , সাগরকুসুম ও ক্লাউন মাছ , পিঁপড়ে ও জাব পােকা , গন্ডার ও শালিক , সাগরকুসুম ও সন্ন্যাসী কাকড়া প্রভৃতি প্রাণী জোড়া পরস্পরের উপকার করে মিথােজীবিতা গড়ে তােলে ।