ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কি?
➡️বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর হলো ম্যাগনেটোস্ফিয়ার। প্রায় বায়ুশূন্য স্থানে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের ইলেকট্রন ও প্রোটন আয়ন গুলি বলয়াকারে অবস্থান করে। এর আবিষ্কর্তা জেমস ভ্যান অ্যালেন এর নামানুসারে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলে। সৌরবাত থেকে আয়ন ও পৃথিবীর চৌম্বক কেন্দ্রের জন্য বিভিন্ন মহাজাগতিক রশ্মির প্রভাবে এই বলয় সৃষ্টি হয়।