ভােরবেলা আর সন্ধ্যাবেলা আকাশে ঝলমলে আলাে থাকে না কেন ?
উত্তর : পৃথিবী নিজের চারদিকে পাক খেতে খেতে সূর্যের চারপাশে ঘােরে । ভােরবেলা পৃথিবীর একটা দিক সূর্যের ঠিক সামনে এসে পড়ার আগের অবস্থায় থাকে । ফলে সেখানে শুধু আবছা আলাের আভাস থাকে । একটু পরে যখন সেইদিকটা পাক খেয়ে পুরােপুরি সূর্যের সামনে এসে পড়ে তখন সেখানে দিনের আলাে দেখা যায় । একইভাবে রাত হওয়ার আগে পৃথিবীর একটা দিকে আবছা আলাে দেখা যায় । এরপর পৃথিবী পাক খেয়ে সূর্যের পুরােপুরি উলটো দিকে চলে গেলে তখন সেখানে রাতের অন্ধকার নেমে আসে । এইজন্য ভােরবেলায় এবং সন্ধ্যাবেলায় । আকাশে ঝলমলে আলো থাকে
না ।