( ii ) বুদ্ধির মনস্তাত্ত্বিক সংজ্ঞা :
🔷 এখানে বুদ্ধিকে একটি সহজাত মানসিক ক্ষমতা বলে অভিহিত করা হয়েছে ।
🤔 Ciril Burt বুদ্ধির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন— বুদ্ধি হল সহজাত জ্ঞানমূলক ক্ষমতা ( Intelligence is an innate cognitive ability ) । মনস্তাত্ত্বিক ক্ষমতাভিত্তিক সংজ্ঞার ক্ষেত্রে D.O.Hebb এবং R.B. Cattel- এর নাম উল্লেখ করা যায় ।
🔷 Hebb বুদ্ধির ব্যাখ্যা দিতে গিয়ে বলেন , বুদ্ধি দু – রকমের— ‘ A ‘ বুদ্ধি এবং ‘ B ‘ বুদ্ধি । R. B. Cattell- এর মতে , দুটি বুদ্ধি— তরল বুদ্ধি ও কেলাসিত বুদ্ধি ।
💠 Hebb- এর ‘ A ‘ বুদ্ধি ও ‘ B ‘ বুদ্ধি যথাক্রমে Cattell- এর তরল ও কেলাসিত বুদ্ধির কথা স্মরণ করায় ।
🔷 ‘ A ‘ বুদ্ধি বা তরল বুদ্ধি ব্যক্তির সহজাত ক্ষমতা যা কেন্দ্রীয় স্নায়ুকেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত ।
🔷 অপরদিকে ‘ B ‘ বুদ্ধি বা কেলাসিত বুদ্ধি প্রধানত অভিজ্ঞতার ফল । শিখন এবং পরিবেশগত উপাদান দ্বারা প্রভাবিত । Binett- এর দেওয়া বুদ্ধির সংজ্ঞাটি বুদ্ধির মনস্তাত্ত্বিক সংজ্ঞার অন্তর্ভুক্ত ।
🤔 তিনি বলেছেন , “ To judge well , understand well , reason well ; these are essential of Intelligence .। ”
🔷 অর্থাৎ সুবিচারকরণ , উত্তম বােধগম্যতা এবং যুক্তি প্রদর্শন হল বুদ্ধির অপরিহার্য উপাদান ।
🔷 Terman- এর মতে বুদ্ধি হল , “ Ability to carry abstract thinking । ” অর্থাৎ বুদ্ধি হল বিমূর্ত চিন্তা করার ক্ষমতা ।”