বিষাক্ত সাপ কামড়ালে মানুষ মারাও যেতে পারে । বলােতাে সাপে কামড়ালে আমাদের কী করা উচিত ?
উত্তর : সাপে কামড়ালে যা যা করতে হবে— ( ১ ) ক্ষতস্থান জল দিয়ে ভালাে করে ধুয়ে ফেলতে হবে । ( ২ ) হাতের বাহু বা পায়ের উরুতে দড়ি হালকা করে বাঁধতে হবে । ( ৩ ) যত তাড়াতাড়ি সম্ভব রােগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে । ( ৪ ) রােগী যাতে ভয় না পায় সেদিকে লক্ষ রাখতে হবে । ( ৫ ) রােগী বমি করতে চাইলে তাকে বমি করতে দিতে হবে । ( ৬ ) রােগীর শ্বাসকষ্ট হলে তার মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে ।