বিশ্ব উষ্ণায়নে গ্রীন হাউজ গ্যাসের ভূমিকা

বিশ্ব উষ্ণায়নে গ্রীন হাউজ গ্যাসের ভূমিকা আলোচনা করো।

 


➡️ বর্তমানে বিশ্বে আবহাওয়ার যে অস্বাভাবিকতা এসেছে তার জন্য আবহবিদেরা একমাত্র দায়ী করেছেন বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কে বর্তমানে বায়ুমন্ডলে গ্রিন হাউস গ্যাস গুলি কার্বন ডাই অক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড ক্লোরোফ্লোরো কার্বন জলীয়বাষ্প প্রভৃতির মাত্রাতিরিক্ত ঘনত্ব বৃদ্ধি পাওয়ার জন্য পৃথিবীর বায়ুমন্ডলে চাঁদের মতো একটি গ্যাসীয় আবরণ সৃষ্টি হয়েছে যা গ্রিনহাউস গ্যাসের মত আচরণ করে এর ফলে পৃথিবীর তাপমাত্রা অনেক সময় বেশি হয়ে যাচ্ছে এরকম পৃথিবীব্যাপী তাপমাত্রা বেড়ে যাওয়ার ঘটনাকে গ্রীন হাউজ প্রভাব বলে গ্রীন হাউজ গ্যাস গুলির ঘনত্ব বেড়ে যাওয়ার ফলে সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ রাশি খুব সহজে বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে আসতে পারে কিন্তু পার্থিব বিকিরণ রূপে দীর্ঘ তরঙ্গের এই সৌর কিরণ পুনরায় মহাশূন্যে ফিরে যেতে পারিনা গ্রীন হাউজ গ্যাস দ্বারা শোষিত ও আবদ্ধ হয়ে পুনরায় বিকিরণ এর মাধ্যমে ভূপৃষ্ঠে ফিরে আসে ও নিম্ন বায়ুমণ্ডলের উষ্ণতা কে বাড়িয়ে দেয় ফলস্বরূপ সমগ্র পৃথিবীর তাপমাত্রা ক্রমশ স্বাভাবিকের থেকে অনেক বেশি হতে থাকে যাকে বিশ্ব উষ্ণায়ন বলে বিশ্ব উষ্ণায়ন হল গ্রীন হাউজ প্রভাবের ফল।
বিশ্ব উষ্ণায়নে গ্রিন হাউস গ্যাসের প্রভাব :
¡} বিশ্ব উষ্ণায়ন ত্বরান্বিত কারী প্রধান গ্যাস হল কার্বন-ডাই-অক্সাইড বায়ুমন্ডলে এর পরিমাণ মাত্র0.033% কিন্তু নানা কারণে এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে ।
¡¡} পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সাহায্য করে অপর একটি গ্যাস হল মিথেন। গৃহপালিত পশু ও কীটের অন্ত্রের কোহল সন্ধান, পচা জৈব আবর্জনা বৃদ্ধি গ্যাস ও কয়লা খনি অঞ্চলে দহন প্রভৃতি কারণে প্রতিবছর মিথেনের বৃদ্ধির হার বেড়ে চলেছে।
¡¡¡} বিশ্ব উষ্ণায়নে ক্লোরোফ্লোরো কার্বনের ভূমিকা উল্লেখযোগ্য, ফ্রিজ, এয়ার কন্ডিশনার তৈরি, কম্পিউটার চিপ পরিষ্কার, ফোম ও প্লাস্টিক তৈরি প্রভৃতি নানা কারণে ক্লোরোফ্লোরো কার্বন এর পরিমাণ বেড়ে চলেছে। তাপ শোষণ ছাড়াও এই গ্যাস ওজোন স্তরের ক্ষয় ঘটিয়ে সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে পৌঁছে দেয় এবং পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে পরোক্ষভাবে সাহায্য করে।

Related posts:

পদার্থ কাকে বলে ? পদার্থ ও বস্তু কি এক ?

প্রশ্ন : মূল্যায়ন কাকে বলে ? মূল্যায়ন কয় প্রকার ও কী কী ? যে - কোনো একপ্রকার মূল্যায়নের বিবরণ দি...

একক পাঠ পরিকল্পনা কাকে বলে ? পাঠ পরিকল্পনার প্রয়োজনীয়তা লিখুন । এর সুবিধা লিখুন ।

শিক্ষা পরিকল্পনা কাকে বলে ? শিক্ষা পরিকল্পনার শ্রেণিবিভাগ করুন । যেকোনো একপ্রকার পরিকল্পনার বিবরণ দি...

ধারণা মানচিত্র কাকে বলে ? এর বৈশিষ্ট্য লিখুন । বাস্তবায়নের উপায় লিখুন । এর গুরুত্ব লিখুন ।

পাঠ একক বিশ্লেষণ কাকে বলে ? পাঠ একক বিশ্লেষণের স্তর বা ধাপগুলি লিখুন

অন্তর্ভুক্তিকরণে ( সমন্বিত শিখনে ) প্রদর্শিত শিল্পকলার কীভাবে প্রয়োগ করবেন

প্রদর্শিত শিল্পকলার লক্ষ্য , বৈশিষ্ট্য , গুরুত্ব ও বাস্তবায়নের কৌশল

প্রাথমিক স্তরে পাঠদানের ক্ষেত্রে নাটকের ব্যবহার

মূল্যবোধ শিক্ষায় বিদ্যালয় ও শিক্ষকের ভূমিকা

মূল্যবোধ || মূল্যবোধের বৈশিষ্ট্য || প্রাথমিক স্তরে মূল্যবোধের শিক্ষার গুরুত্ব

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ভূমিকা

সমন্বয়িত শিক্ষণে তথ্যপ্রযুক্তি ব্যবহারের সমস্যা ও সাফল্য

পাঠক্রম পরিব্যাপ্ত শিক্ষণবিজ্ঞানে তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ব্যবহার

পাঠক্রম পরিব্যাপ্ত শিক্ষণবিজ্ঞানে তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ব্যবহার

উদাহরণসহ প্রকল্প পদ্ধতির বিবরণ

পূর্বসূত্রজনিত শিখন ( Contextualization ) কাকে বলে ?

জ্ঞান , পাঠক্রম , পাঠ্যবই , শিক্ষার্থী ও শিক্ষণবিজ্ঞানের মধ্যের সম্পর্ক

অনুসন্ধান পদ্ধতি

জ্ঞান নির্মাণ কীভাবে হয় উদাহরণসহ আলোচনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page