■ বিভিন্ন ধরনের জ্বালানি :
● জ্বালানি : যেসব পদার্থ বাতাস বা অক্সিজেনে পােড়ালে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় , তাদের জ্বালানি বলে । অর্থাৎ দহনের ফলে তাপ উৎপন্নকারী পদার্থ হল জ্বালানি ।
● অবস্থা অনুসারে জ্বালানি তিন ধরনের :
( i ) কঠিন : কাঠ, চারকোল, শুকনাে পাতা, কয়লা , খুঁটে ( cow dung cake )।
( ii ) তরল : কেরােসিন, পেট্রোলিয়াম, ডিজেলজাতীয় জ্বালানি তেল ও ইথানল।
( iii ) গ্যাসীয় : জৈবগ্যাস, মিথেন, বিউটেন, হাইড্রোজেন ইত্যাদি ।
● জীবাশ্ম জ্বালানি : কয়েক লক্ষ বছর আগে উদ্ভিদ ও প্রাণী মাটির নীচে চাপা পড়ে বিভিন্ন রাসায়নিক পরিবর্তনের ফলে যে শক্তির উৎসে পরিণত হয় , তাকে জীবাশ্ম জ্বালানি বলে । এগুলি ব্যবহারের কারণে শেষ হয়ে গেলে আর উৎপাদন করা সম্ভব নয় । উদাহরণ : কয়লা , পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস ।
● পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ও কয়লাকে একত্রে বলে জীবাশ্ম জ্বালানি । মাটির নীচে বৃহৎ বনভূমি চাপা পড়ে এই জ্বালানি সৃষ্টি হয়েছে চাপে ও তাপে । যেহেতু উদ্ভিদ থেকে এই জ্বালানি সৃষ্টি হয়েছে , তাই বলা যায় এর শক্তি হল সৌরশক্তি ।