১. পিপড়ের ডিম কাদের খাদ্য ?
উত্তর : পিঁপড়ের ডিম হল মাছেদের খাদ্য ।
২. ইট থেকে নতুন ইটের জন্ম হয় না কেন ?
উত্তর : ইট থেকে নতুন ইটের জন্ম হয় না , কারণ ইট জড় পদার্থ ।
৩. পিপড়েরা নিজেদের সংখ্যা বাড়াতে পারে কেন ?
উত্তর : পিঁপড়েরা নিজেদের সংখ্যা বাড়াতে পারে , কারণ এরা জীব ।
8. ইটের সঙ্গে ব্যাঙের তফাৎ কী ?
উত্তর : ইটের সঙ্গে ব্যাঙের তফাৎ হল ইট জড় পদার্থ কিন্তু ব্যাং জীব ।
৫. ইটের গায়ে থাকা শ্যাওলা — জীব না জড় ?
উত্তর : ইটের গায়ে থাকা শ্যাওলা হল জীব ।
৬. মানুষ খাওয়ার জন্য কোন্ কোন কোন অঙ্গ ব্যবহার করে ?
উত্তর : মানুষের খাওয়ার জন্য মূলত হাত ও মুখ ব্যবহার করে ।
৭. মানুষ জায়গা পরিবর্তন করার জন্য কোন্ অঙ্গ ব্যবহার করে ?
উত্তর : মানুষ জায়গা পরিবর্তনের জন্য দুটি পা ব্যবহার করে ।
৮. কাঠবেড়ালি পেয়ারা খাওয়ার সময় কোন্ অঙ্গ ব্যবহার করে ?
উত্তর : কাঠবেড়ালি পেয়ারা খাওয়ার সময় সামনের দুটি পা ও মুখ ব্যবহার করে ।
৯. কাঠবেড়ালি দৌড়ানোর সময় কতগুলি পা ব্যবহার করে ?
উত্তর : কাঠবেড়ালি দৌড়ানাের সময় চারটি পা ব্যবহার করে ।
১০. গৃহপালিত কোন্ পশু রান্নাঘর থেকে মাছ খেয়ে যায় ?
উত্তর : বিড়াল রান্নাঘর থেকে মাছ খেয়ে যায় ।
১১. পাখিরা বাসা বাঁধার জিনিস কীভাবে নিয়ে যায় ?
উত্তর : পাখিরা বাসা বাঁধার জিনিস ঠোঁটে করে নিয়ে যায় ।
১২. বিড়াল কীভাবে রান্নাঘরে মাছের সন্ধান পায় ?
উত্তর : বিড়াল গন্ধ শুঁকে রান্নাঘরে মাছের সন্ধান পায় ।
১৩. কোন্ কাজে মানুষের সঙ্গে কাঠবেড়ালির মিল দেখতে পাওয়া যায় ?
উত্তর : হাত ব্যবহার করে খাবার খাওয়ার ক্ষেত্রে মানুষের সঙ্গে কাঠবেড়ালির মিল দেখতে পাওয়া যায় ।
১৪.দৌড়ােনাের সময় কাঠবেড়ালির সঙ্গে মানুষের কী পার্থক্য দেখা যায় ?
উত্তর : দৌড়ােনাের সময় মানুষ দু – পায়ে দৌড়ােয় কিন্তু কাঠবেড়ালি চার পায়ে ।
১৫. পাখিরা কখন কিচিরমিচির শুরু করে ?
উত্তর : ভােরবেলায় আমাদের ঘুম ভাঙার আগেই পাখিরা কিচিরমিচির শুরু করে ।
১৬. মাছেদের স্বাভাবিক বাসস্থান কোথায় ?
উত্তর : মাছেদের স্বাভাবিক বাসস্থান হল পুকুর , নদী , খালবিল , সমুদ্র প্রভৃতি ।
১৭. ‘ কুঁড়ো ‘ কী ?
উত্তর : ধানের খােসাকে ‘ কুঁড়াে ‘ বলে ।
১৮. দুটি পাহাড়ি গাছের নাম বলে ?
উত্তর : দুটি পাহাড়ি গাছ হল — ঝাউ , পাইনা ।
১৯. ফুল হয় কিন্তু ফল হয় না এরকম তিনটি গাছের নাম বলাে ?
উত্তর : গােলাপ , টগর , জবা গাছগুলিতে ফুল হয় , কিন্তু ফল হয় না ।
২০. খুব ছােটো একটি পাখির নাম লেখাে ।
উত্তর : টুনটুনি একটি খুব ছােটো পাখি ।
২১. পুঁটি , তেলাপিয়া , রুই , কাতলা — এগুলাের বাইরে একটি মাছের নাম করাে , যেটা পুকুরে বেড়ে ওঠে ?
উত্তর : পুঁটি , তেলাপিয়া , রুই , কাতলা — এগুলাের বাইরে বাটা মাছও পুকুরে বেড়ে ওঠে l
২২. পােকামাকড়ের সংখ্যা কমে যাচ্ছে কেন ?
উত্তর : আমরা চাষের জমিতে পােকামাকড় মারার বিষ । ব্যবহার করায় পােকামাকড়ের সংখ্যা কমে যাচ্ছে l
২৩. ব্যাঙেদের খাবার কী ?
উত্তর : ব্যাঙেদের খাবার হল পােকামাকড় ।
২৪. ‘ বাঘ ঘাস খায় ’ — কথাটা কি ঠিক ?
উত্তর : না , এই কথাটা ভুল ।
২৫. জিরাফ আর ছাগলের খাওয়ার বিষয়ে মিল কোথায় ?
উত্তর : জিরাফ ও ছাগল দুজনেই গাছের পাতা খায় ।
২৬. জিরাফ আর ছাগলের খাওয়ার বিষয়ে অমিল কোথায় ?
উত্তর : জিরাফ উঁচু গাছের পাতা খায় , ছাগল ছােটো গাছের পাতা খায় ।
২৭. সাপ কী খায় ?
উত্তর : সাপ প্রধানত ব্যাং , ইঁদুর ইত্যাদি যায় ৷
২৮. যে প্রাণী মাংস খায় , তাকেও আসলে খাবার ব্যাপারে উদ্ভিদের ওপর নির্ভর করতে হয় । একটি উদাহরণ দিয়ে বিষয়টিকে দেখাও ।
উত্তর : হরিণ ঘাস খায় আর বাঘ হরিণকে খায় , এভাবে মাংসাশী বাঘও আসলে খাবার বিষয়ে উদ্ভিদের ওপর নির্ভরশীল l
২৯. কোন্ গাছ থেকে আঠা পাওয়া যায় ?
উত্তর : জিওল গাছ থেকে আঠা পাওয়া যায় ।
৩০. কোন্ গাছ থেকে তুলাে পাওয়া যায় ?
উত্তর : শিমুল গাছ থেকে তুলাে পাওয়া যায় ।
৩১. কোন্ গাছের গায়ে তুমি কাটা দেখতে পাও ? উত্তর : ফণীমনসা গাছে কাটা দেখা যায় ।
৩২. কোন্ গাছে কোনােদিন জল দিতে হয় না ?
উত্তর : ফণীমনসা গাছে কোনােদিন জল দিতে হয় না ।
৩৩. পলাশ ফুলের রং কীরকম হয় ?
উত্তর : পলাশ ফুলের রং আগুনের মতাে লাল ।
৩৪. বড়াে বড়াে পাইন গাছ দেখা যায় এরকম একটি জায়গার নাম করাে ?
উত্তর : দার্জিলিং – এ বড়াে বড়াে পাইন গাছ দেখা যায় ।
৩৫. নােনাজলের পাশে হয় এবং কাঠ পাওয়া যায় , এরকম একটি গাছের নাম বলাে ?
উত্তর : নােনাজলের পাশে হয় এবং কাঠ পাওয়া যায় এরকম একটি গাছ হল গরান ।
৩৬. একটি লতানে গাছের নামবলাে যার ফল তুমি খেয়েছ ?
উত্তর : কুমড়াে নামক লতানে গাছের ফল আমরা খাই ।
৩৭. স্যাঁতসেঁতে জায়গায় জন্মায় এবং মানুষের খাদ্য , এরকম একটি গাছের নাম বলাে ।
উত্তর : স্যাঁতসেঁতে জায়গায় জন্মায় এবং মানুষের খাদ্য , এরকম একটি গাছ হল ব্যাঙের ছাতা ।
৩৮. ভালাে কাঠ পাওয়া যায় আবার ফলও আমরা খাই, এরকম একটি গাছের নাম বলাে ?
উত্তর : ভালাে কাঠ পাওয়া যায় আবার ফলও আমরা খাই , এরকম একটি গাছ হল কাঠাল ।
৩৯.আমরা কেন কেন্নোর মতাে গােল হতে পারি না ?
উত্তর : শিরদাঁড়া থাকার জন্য আমরা কেন্নোর মতাে গােল হতে পারি না ।
৪০. যেসব প্রাণীদের খালি চোখে দেখা যায় না , তাদের দেখতে কী যন্ত্রের দরকার পড়ে ?
উত্তর : যেসব প্রাণীদের খালি চোখে দেখা যায় না , তাদের দেখতে অণুবীক্ষণ যন্ত্রের দরকার পড়ে ।
৪১. অনেকগুলি পা আছে এরকম একটি প্রাণীর নাম লেখাে ?
উত্তর : বিছা র অনেকগুলি পা আছে ।
৪২. কচ্ছপের সঙ্গে কাঁকড়ার চেহারার মিল কী ?
উত্তর : কচ্ছপ ও কাঁকড়ার দুজনেরই নরম দেহ শক্ত খােলকে ঢাকা থাকে ।
৪৩. গায়ে কাঁটা আছে এরকম একটি প্রাণীর নাম লেখো ।
উত্তর : গায়ে কাঁটা আছে এরকম একটি প্রাণী হল শজারু ।
৪৪. গিরগিটি রং বদলায় কেন ?
উত্তর : অন্য প্রাণীদের থেকে বাঁচার জন্য ও শিকার ধরার জন্য গিরগিটি রং বদলায় ।
৪৫. বনে দেখা যায় এরকম একটি শিংওয়ালা প্রাণীর নাম লেখাে ?
উত্তর : বনে দেখা যায় এরকম একটি শিংওয়ালা প্রাণী হল হরিণ ।
৪৬. হাতি নিজেকে বাঁচাতে কী কী ব্যবহার করে ?
উত্তর : হাতি নিজেকে বাঁচাতে শুঁড় ও দাঁত ব্যবহার করে ।
৪৭. ভালুক নিজেকে বাঁচাতে কী ব্যবহার করে ?
উত্তর : ভালুক নিজেকে বাঁচাতে থাবার নখ ব্যবহার করে ।
৪৮.গোরু নিজেকে বাঁচাতে কী ব্যবহার করে ?
উত্তর : গােরু নিজেকে বাঁচাতে শিং ব্যবহার
করে ।
৪৯. কুকুর নিজেকে বাঁচাতে কী ব্যবহার করে ?
উত্তর : কুকুর নিজেকে বাঁচাতে দাঁত ও নখ ব্যবহার করে ।
৫০. বাঘের ডােরাকাটা দাগ তাকে কীভাবে সাহায্য করে ?
উত্তর : বাঘের ডােরাকাটা দাগ তাকে বনের মধ্যে নিজেকে লুকিয়ে রাখতে সাহায্য করে ।
৫১. ব্যাং ও হাঁসের পায়ে মিল কোথায় ?
উত্তর : ব্যাং ও হাঁস দুজনেরই পায়ের আঙুলগুলি
জোড়া ।
৫২. হাঁসের পায়ের আঙুলগুলি জোড়া থাকায় কী সুবিধা হয় ?
উত্তর : হাঁসের পায়ের আঙুলগুলি জোড়া থাকায় তারা । সাঁতার কাটতে পারে ।
৫৩. শিণ্ডি , মাগুর নিজেদের বাঁচাতে কী ব্যবহার করে ?
উত্তর : শিঙি , মাগুর ছুঁচোলাে কাটার সাহায্যে নিজেদের বাঁচায় ।
৫৪. কাঁকড়া , শামুক , ঝিনুক এদের চেহারায় মিল কী ?
উত্তর : কাকড়া , শামুক , ঝিনুক এদের প্রত্যেকেরই শক্ত খোলক আছে ।
৫৫. ন্যাদোস কী ?
উত্তর : ন্যাদোস হল এক ধরনের মাছ ।
৫৬. মাছ কীসের সাহায্যে সাঁতার কাটে ?
উত্তর : মাছ তার পাখনার সাহায্যে সাঁতার
কাটে ।
৫৭. পাখিরা আকাশে অনেকক্ষণ উড়লেও ক্লান্ত হয় না কেন ?
উত্তর : শরীরের ভিতরে থাকা থলিতে বাতাস ভরে নেয় বলে পাখিরা আকাশে অনেকক্ষণ উড়লেও ক্লান্ত হয় না ।
৫৮. পাখিরা কীসের সাহায্যে গাছের ডালে বসে থাকে ?
উত্তর : পাখিরা আঙুলের ছুঁচোলাে নখের সাহায্যে গাছের ডালকে আঁকড়ে বসে থাকে ।
৫৯.পাখিরা দীর্ঘ সময় আকাশে উড়ে থাকার জন্য দম পায় কীভাবে ?
উত্তর : পাখিরা তাদের শরীরের ভিতরের থলিতে অনেকটা বাতাস ভরে নেয় , ফলে তারা দীর্ঘ সময় আকাশে ওড়ার জন্য দম পায় ।
৬০. বেশ লম্বা ঠোট আছে , এরকম একটি পাখির নাম লেখাে ?
উত্তর : ধনেশ পাখির বেশ লম্বা ঠোট আছে ।
৬১. আঙুলের নখ বেশ বড়ো আর ধারালো , এরকম একটি পাখির নাম লেখো ?
উত্তর : চিল – এর আঙুলের নখ বেশ বড়াে ও ধারালাে ।
৬২. কোন পাখির ডানায় সবুজ ও নীল রঙের মিশেল দেখা যায় ?
উত্তরঃ ময়ুর – এর ডানায় সবুজ ও নীল রঙের মিশেল দেখা খায় ।
৬৩. কাঠঠোকরা কী খায় ?
উত্তর : কাঠঠোকরা সাধারণত পােকামাকড়
খায় l
৬৪. কোন্ কোন্ প্রাণী বিলুপ্ত হয়ে যেতে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন ?
উত্তর : বাঘ , গন্ডার , বুনাে মােষ , নানাধরনের বানর , পাখি , সাপ প্রভৃতি প্রাণী বিলুপ্ত হয়ে যেতে পারে বলে বিজ্ঞানীরা আশা করছেন ।
৬৫. মানুষ জঙ্গলের হরিণ ও বুনাে শুয়াের শিকার করে কেন ?
উত্তর : মানুষ মাংসের জন্য জিঙ্গলের হরিণ ও বুনাে শুয়াের শিকার করে ।
৬৬. চোরাশিকারিরা কীসের লােভে বাঘ মেরে ফেলছে ?
উত্তর : চোরাশিকারিরা চামড়া , নখ ও হাড় – এর লােভে বাঘ মেরে ফেলছে |
৬৭. সুন্দরবনের বাঘ লোকালয়ে ঢুকে পড়ে কেন ?
উত্তর : সুন্দরবনের বাঘ খাবারের খোঁজে লােকালয়ে ঢুকে পড়ে ।
৬৮. লােকালয়ে বাঘ ঢুকে পড়লে বন দফতর কী করে ?
উত্তর : লােকালয়ে বাঘ ঢুকে পড়লে বন দফতরের কর্মীরা বাঘকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসে ।
৬৯. ডােডাে পাখি কীসের মতাে দেখতে ছিল ?
উত্তর : ডােডাে পাখি অনেকটা হাঁসের মতাে দেখতে ছিল ।
৭০. ডােডাে পাখি কোথায় দেখা যেত ?
উত্তর : ডােডাে পাখি সাধারণত মরিশাসে দেখা যেত ।
৭১. গ্রেলিং মাছ কোথায় দেখা যেত ?
উত্তর : গ্রেলিং মাছ নিউজিল্যান্ডে দেখা যেত ।
৭২. গােলাপি মাথার হাঁস কোথায় দেখা যেত ?
উত্তর : গােলাপি মাথার হাঁস ভারতে দেখা যেত ।
বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর
পদার্থ কাকে বলে ? পদার্থ ও বস্তু কি এক ?
প্রশ্ন : মূল্যায়ন কাকে বলে ? মূল্যায়ন কয় প্রকার ও কী কী ? যে - কোনো একপ্রকার মূল্যায়নের বিবরণ দি...
একক পাঠ পরিকল্পনা কাকে বলে ? পাঠ পরিকল্পনার প্রয়োজনীয়তা লিখুন । এর সুবিধা লিখুন ।
শিক্ষা পরিকল্পনা কাকে বলে ? শিক্ষা পরিকল্পনার শ্রেণিবিভাগ করুন । যেকোনো একপ্রকার পরিকল্পনার বিবরণ দি...
ধারণা মানচিত্র কাকে বলে ? এর বৈশিষ্ট্য লিখুন । বাস্তবায়নের উপায় লিখুন । এর গুরুত্ব লিখুন ।
পাঠ একক বিশ্লেষণ কাকে বলে ? পাঠ একক বিশ্লেষণের স্তর বা ধাপগুলি লিখুন
অন্তর্ভুক্তিকরণে ( সমন্বিত শিখনে ) প্রদর্শিত শিল্পকলার কীভাবে প্রয়োগ করবেন
প্রদর্শিত শিল্পকলার লক্ষ্য , বৈশিষ্ট্য , গুরুত্ব ও বাস্তবায়নের কৌশল
প্রাথমিক স্তরে পাঠদানের ক্ষেত্রে নাটকের ব্যবহার
মূল্যবোধ শিক্ষায় বিদ্যালয় ও শিক্ষকের ভূমিকা
মূল্যবোধ || মূল্যবোধের বৈশিষ্ট্য || প্রাথমিক স্তরে মূল্যবোধের শিক্ষার গুরুত্ব
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ভূমিকা
সমন্বয়িত শিক্ষণে তথ্যপ্রযুক্তি ব্যবহারের সমস্যা ও সাফল্য
পাঠক্রম পরিব্যাপ্ত শিক্ষণবিজ্ঞানে তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ব্যবহার
পাঠক্রম পরিব্যাপ্ত শিক্ষণবিজ্ঞানে তথ্য ও সংযোগসাধন প্রযুক্তির ব্যবহার
উদাহরণসহ প্রকল্প পদ্ধতির বিবরণ
পূর্বসূত্রজনিত শিখন ( Contextualization ) কাকে বলে ?
জ্ঞান , পাঠক্রম , পাঠ্যবই , শিক্ষার্থী ও শিক্ষণবিজ্ঞানের মধ্যের সম্পর্ক
অনুসন্ধান পদ্ধতি
জ্ঞান নির্মাণ কীভাবে হয় উদাহরণসহ আলোচনা