“■ কীভাবে শ্রুতিলিখন শ্রেণিকক্ষে শেখানাে যায় ?
● শ্রেণিতে শ্রুতিলিখন অভ্যাস করানাের সময় শিক্ষককে কয়েকটি ধাপ বা স্তর মেনে চলা জরুরি । যেমন—
১। প্রথমে শিক্ষককে শ্রুতিলিখনের জন্য বিষয়গুলি নির্বাচন করতে হবে । সেটি যেন ৭/৮ লাইনের বেশি না হয় ।
২। নির্বাচিত অংশটি যেন শ্রেণির উপযােগী হয় ।
৩। নির্বাচিত অংশটি শিক্ষার্থীদের সামনে যেন ধীরে ধীরে পড়া হয় ।
৪। শিক্ষক এমনভাবে পড়বেন যাতে ছাত্ররা লিখতে পারে ।
৫। শিক্ষক একবারের বেশি পড়বেন না তাতে ছাত্ররা একাধিক বার কোনাে শব্দ লিখে ফেলতে পারে ।
৬। নির্বাচিত গদ্যাংশে / পদ্যাংশে যেন অজানা শব্দ বেশি না থাকে ।
৭। ছাত্রদের জিজ্ঞাসা করার সুযােগ না দিলে ভালাে ।
৮। শ্রুতিলিখন শেষে শিক্ষক খাতাগুলাে দেখে কার কী ধরনের ভুল হয়েছে তা পরীক্ষা করে দেখবেন ।
৯। প্রত্যেক শিক্ষার্থীর খাতা পরীক্ষা করে সংশ্লিষ্ট ছাত্রের সমস্যাগুলি বুঝিয়ে বলবেন ও সমাধানের উপায় বলে দেবেন ।
১০। স্পষ্ট অনুশীলনে শিক্ষার্থীদের ভাষা শিক্ষায় উন্নতি ঘটবে ।