■ প্রাকৃতিক গ্যাস :
● পেট্রোলিয়াম গ্যাসের সঙ্গে মিশ্রিত অবস্থায় প্রাকৃতিক গ্যাস থাকে ।
● প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হল মিথেন ( CH₄ ) ।
● প্রাকৃতিক গ্যাসকে বলা হয় CNG ( Compressed Natural Gas ) ।
● CNG- এর দহনে বায়ুদূষণ খুবই কম হয় । তাই ভারতের বেশ কিছু শহরে ( যেমন দিল্লি ) সমস্ত বাস এবং অন্যান্য বেশ কিছু যানবাহন CNG- তে চালানাে হচ্ছে । ভারতে প্রায় 100 কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রয়েছে । ভবিষ্যতে পেট্রোলিয়ামের বিকল্প হতে পারে প্রাকৃতিক গ্যাস ।
● জ্বালানির দহনে O₂ -এর জোগান ঠিক থাকলে নীল শিখা উৎপন্ন হবে । কিন্তু জ্বালানির দহনে যদি হলুদ শিখা উৎপাদন হয় তবে বুঝতে হবে O₂ সরবরাহ কমে গেছে ।